A
a + ১১ = ৪০
B
a + ৪০ = ১১
C
a = ৪০ + ১১
D
a = ৪০ + ১
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
সমাধান:
দেওয়া আছে,
৪০ সংখ্যাটি a হতে ১১ কম।
প্রশ্নমতে,
৪০ = a - ১১
∴a = ৪০ + ১১

0
Updated: 1 day ago
৮, ১১, ১৭, ২৯, ৫৩, ____। পরবর্তী সংখ্যাটি কত?
Created: 2 months ago
A
১০১
B
১০২
C
৭৫
D
৫৯
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ____। পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ + ৩ = ১১
৩য় পদ = ১১ + ৬ = ১৭
৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯
৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১

0
Updated: 2 months ago
নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Created: 2 months ago
A
(√2 + √3)/2
B
(√2.√3)/2
C
1.5
D
1.8
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
এখানে
√2 = 1.4142
√3 = 1.7320
√2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা = 1.5

0
Updated: 2 months ago
√২ সংখ্যাটি কি সংখ্যা?
Created: 1 week ago
A
একটি স্বাভাবিক সংখ্যা
B
একটি পূর্ণ সংখ্যা
C
একটি মূলদ সংখ্যা
D
একটি অমূলদ সংখ্যা
প্রশ্ন: √২ সংখ্যাটি কী সংখ্যা?
সমাধান:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

0
Updated: 1 week ago