বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরে স্থাপতি কে?
A
আবুল হোসেন
B
আজিজুল জলিল পাশা
C
মৃণাল হক
D
মইনুল হোসেন
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
হোসেনী দালান কে নির্মাণ করেন?
Created: 2 months ago
A
মীর মুরাদ
B
ইসলাম খান
C
মীর জুমলা
D
শায়েস্তা খান
হোসেনী দালান
-
অবস্থান: পুরানো ঢাকায়, শিয়া সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ইমারত।
-
নির্মাণকাল: মুঘল আমলে; শাহ সুজার শাসনকালে জনৈক মীর মুরাদ প্রথম এ ইমারত নির্মাণ করেন বলে মনে করা হয়।
-
উদ্দেশ্য:
-
প্রতি বছর ৬১ হিজরির ১০ মুহররম তারিখে কারবালার যুদ্ধে আল-হোসেনের শহীদত্ব স্মরণ করা।
-
শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই রীতি অনুসরণ করা।
-
-
শাহ সুজা নিজে সুন্নি মুসলমান হলেও শিয়াদের রীতিনীতি পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী ছিলেন।
-
প্রেরণা: সৈয়দ মুরাদ এক স্বপ্নে আল হোসেনকে একটি ‘তাজিয়াখানা’ নির্মাণ করতে দেখে এবং এই ইমারত নির্মাণে উৎসাহিত হন।
-
নামকরণ: মীর মুরাদ ইমারতের নাম দেন হোসেনী দালান।
-
গঠন: প্রাথমিকভাবে ছোট্ট একটি স্থাপনা।
-
পুনর্নির্মাণ ও সংস্কার:
-
১৮০৭ ও ১৮১০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে সংস্কার।
-
১৮৯৭ সালের ভূমিকম্পের পর কিছু অংশ নতুন করে পুনর্নির্মাণ।
-
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
‘স্বোপার্জিত স্বাধীনতা’ স্থাপত্যটির স্থপতি কে?
Created: 6 days ago
A
আবদুল্লাহ খালিদ
B
শামীম সিকদার
C
হাশেম খান
D
আবু জাফর
“স্বোপার্জিত স্বাধীনতা” বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে শামীম সিকদার নির্মিত একটি বিখ্যাত ভাস্কর্য। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত। একাত্তরের শহীদদের স্মরণে তিনি ১৯৮৭-৮৮ সালে এটি নির্মাণ করেন।
0
Updated: 6 days ago
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-
Created: 5 months ago
A
শায়েস্তা খান
B
নওয়াব সলিমুল্লাহ
C
মির্জা আহমেদ জান
D
খান সাহেব আবুল হাসনাত
• ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন — 'মির্জা আহমেদ জান'।
• তারা মসজিদ:
- তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত।
- সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
- মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেন।
- ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।
- মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)।
উল্লেখ্য,
- ছোট কাটরা নির্মান করেন শায়েস্তা খান এবং বড় কাটরা নির্মান করেন শাহ সুজা ।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ বিশেষ ভূমিকা পালন করেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন।
তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন।
0
Updated: 5 months ago