A
ব্রেইল
B
কপার্নিকাস
C
ডেভিটবোর
D
টমাস আলভা এডিসন
উত্তরের বিবরণ
লুইস ব্রেইল
-
অন্ধ ও দৃষ্টিহীন মানুষেরা যাতে পড়তে ও লিখতে পারে, তার জন্য একটি বিশেষ পদ্ধতি আছে, যেটার নাম ব্রেইল পদ্ধতি।
-
এই পদ্ধতিটি তৈরি করেছিলেন লুইস ব্রেইল নামের একজন মহান ব্যক্তি।
-
তিনি ১৮০৯ সালের ৪ জানুয়ারি, ফ্রান্সের কুপভেরি নামে একটি ছোট শহরে জন্মেছিলেন।
-
মাত্র তিন বছর বয়সে, বাবার কর্মশালায় খেলতে গিয়ে একটি ধারালো যন্ত্র দিয়ে দুর্ঘটনাবশত তাঁর চোখে আঘাত লাগে এবং তিনি দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যান।
-
কিন্তু তিনি হাল ছাড়েননি। মাত্র ১৫ বছর বয়সে অন্ধ মানুষেরা সহজে পড়তে ও লিখতে পারে, এমন একটি ছয়টি ডটের (বিন্দু) ভিত্তিক ভাষা তৈরি করেন।
-
এই পদ্ধতিতে কাগজে ছোট ছোট ডট বসিয়ে অক্ষর তৈরি করা হয়।
-
তিনি ১৮২৭ সালে প্রথম ব্রেইল বই প্রকাশ করেন।
আরও কিছু তথ্য
-
এই ছয়টি ডটই অন্ধ মানুষের জীবন বদলে দিয়েছে।
-
আগে ব্রেইল অক্ষর লেখা হতো টাইপ মেশিন দিয়ে, এখন কম্পিউটার দিয়েও লেখা যায়।
তথ্যসূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 day ago