গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কয়টি?
A
১৫২টি
B
১৫৩টি
C
১৫৪টি
D
১৫৫টি
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
0
Updated: 3 weeks ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 month ago
A
৮১
B
৮৫
C
৮৭
D
৮৮
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে উল্লেখ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৮৭-তে বর্ণিত। এই অনুচ্ছেদে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের নিয়ম ও কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অনুচ্ছেদ ৮৭ (১): প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়ের বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। এই বিবরণীকে “বার্ষিক আর্থিক বিবৃতি” বলা হয়।
-
অনুচ্ছেদ ৮৭ (২): এই বিবৃতিতে দুটি বিষয় আলাদাভাবে প্রদর্শিত হবে—
-
(ক) সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের দায় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ।
-
(খ) সংযুক্ত তহবিল থেকে ব্যয়যোগ্য অন্যান্য প্রস্তাবিত খাত নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ।
-
-
রাজস্ব খাতের ব্যয় অন্যান্য ব্যয় থেকে পৃথকভাবে প্রদর্শন করার নির্দেশনা রয়েছে।
0
Updated: 1 month ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 2 months ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago