ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
A
70%
B
30%
C
60%
D
কোনোটি নয়
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
Created: 1 month ago
A
৫%
B
১০%
C
২০%
D
২৫%
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
সমাধান:
ধরি,
জনির আয় = ২০x টাকা
জনির ব্যয় =১৫x টাকা
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%
∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
0
Updated: 1 month ago
বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫ টাকা হলে, ২০,০০০ টাকার ৫ বছরের সরল মুনাফা কত হবে?
Created: 1 month ago
A
১২,৭৫০ টাকা
B
১২,৫০০ টাকা
C
১২,০০০ টাকা
D
১৩,৫০০ টাকা
সমাধান,
দেওয়া আছে,
আসল (P) = ২০,০০০ টাকা,
সময় (n) = ৫ বছর,
মুনাফার হার (r) = ১২.৫
∴ মুনাফা (I) = ?
আমরা জানি,
I = Prn/১০০ টাকা
= (২০,০০০ × ৫ × ১২.৫)/১০০ টাকা
= ১২,৫০০ টাকা,
∴ মুনাফা (I) = ১২,৫০০ টাকা।
0
Updated: 1 month ago
১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতি শতকরা হার কত?
Created: 6 days ago
A
৪%
B
৬%
C
৭%
D
৫%
0
Updated: 6 days ago