1, 2, 3, 4, ……. n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
A
n²
B
n(n+1)/2
C
n(2n+1)/2
D
{n(n+1)/2}²
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
Created: 2 weeks ago
A
২৪৩ টাকা
B
২৫৯ টাকা
C
২৬১ টাকা
D
২৭২ টাকা
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৭/১০০ টাকা
∴ ৭৪০ টাকার ৫বছরের সুদ = (৭ × ৫ × ৭৪০)/১০০ টাকা
= ২৫৯ টাকা
0
Updated: 2 weeks ago
১২টি সংখ্যার যোগফল ৭২০। প্রথম ৫টি সংখ্যার গড় ৫০ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬০। ষষ্ঠ সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
৮৮
B
১২০
C
৯৮
D
১১০
প্রশ্ন: ১২টি সংখ্যার যোগফল ৭২০। প্রথম ৫টি সংখ্যার গড় ৫০ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬০। ষষ্ঠ সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
১২টি সংখ্যার যোগফল ৭২০
এখন,
প্রথম ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৫০ = ২৫০
শেষ ৬টি সংখ্যার যোগফল = ৬ × ৬০ = ৩৬০
প্রশ্নমতে,
মোট ১২টির যোগফল = প্রথম ৫টি + ষষ্ঠ + শেষ ৬টি
⇒ ৭২০ = ২৫০ + ষষ্ঠ + ৩৬০
⇒ ষষ্ঠ = ৭২০ - ৬১০
∴ ষষ্ঠ = ১১০
0
Updated: 2 weeks ago
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
Created: 2 months ago
A
১৫
B
৬
C
৫
D
১২
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = ক এবং বড় সংখ্যা = ৫ক
দেওয়া আছে,
গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০
প্রশ্নমতে,
ক × ৫ক = ১২ × ৬০
⇒ ৫ক২ = ৭২০
⇒ ক২ = ১৪৪ = ১২২
∴ ক = ১২
সুতরাং, ছোট সংখ্যা = ১২
0
Updated: 2 months ago