কোন সংখ্যাটি বৃহত্তম?
A
০.৩
B
√০.৩
C
১/৩
D
২/৫
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
Created: 2 months ago
A
৩৬
B
৪২
C
৪৫
D
৪৮
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৫৪
এবং অনুপাত = ২ : ৩
ধরি,
একটি সংখ্যা = ২ক
ও
অপর সংখ্যা = ৩ক
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু. = (৩ × ২)ক = ৬ক
প্রশ্নমতে,
৬ক = ৫৪
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯
একটি সংখ্যা = ২ক = (২ × ৯) = ১৮
এবং
অপর সংখ্যা = ৩ক = (৩ × ৯) = ২৭
∴ সংখ্যাদ্বয়ের যোগফল = (১৮ + ২৭) = ৪৫
0
Updated: 2 months ago
৭ কোটি সমান কত?
Created: 1 month ago
A
৭ বিলিয়ন
B
৭০০ মিলিয়ন
C
৭০ লক্ষ
D
৭০ মিলিয়ন
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।
0
Updated: 1 month ago
কোনটি বৃহত্তম সংখ্যা?
Created: 3 days ago
A
১/৭
B
২/৭
C
৩/৭
D
১/৮
এখানে, ১/৭< ২/৭< ৩/৭ বা ০.৪৩
∴ ১/৮ = ২৫/২×৪×২৫
= ২৫/২×১০০
= ০.১২৫
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩/৭
0
Updated: 3 days ago