∛5 সংখ্যাটি কি সংখ্যা?
A
একটি মৌলিক সংখ্যা
B
একটি পূর্ণ সংখ্যা
C
একটি মূলদ সংখ্যা
D
একটি অমূলদ সংখ্যা
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
৭৭৭
B
৭৮৮
C
৬৯০
D
৫৫৫
প্রশ্ন: একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা = ক
প্রশ্নমতে,
৮৮৮ - ক = ক - ৬৬৬
⇒ ৮৮৮ + ৬৬৬ = ক + ক
⇒ ১৫৫৪ = ২ক
⇒ ক = ১৫৫৪/২
∴ ক = ৭৭৭
অতএব, সংখ্যাটি = ৭৭৭
0
Updated: 2 weeks ago
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগ শেষ হবে?
Created: 3 days ago
A
১০
B
১২
C
১৪
D
১৬
বৃহত্তম সংখ্যাটি হবে (২৭-৩) বা (৪০-৪) বা ৩৬ এবং (৬৫-৫) এর গ.সা। গু।
২৪)৩৬(১
২৪
ー
১২) ২৪ (২
২৪
ー
০
এবং ১২)৬০(৫
৬০
ー
০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২
0
Updated: 3 days ago
১৪৪ কোন সংখ্যার ৪০% -
Created: 4 days ago
A
১৬০
B
২৬০
C
৩৭০
D
৩৬০
সমাধান:
ধরা যাক, সংখ্যাটি =
প্রদত্ত শর্ত অনুযায়ী,
উত্তর: ৩৬০
0
Updated: 4 days ago