"পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরের বিবরণ
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
----------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
পদ্মমণি
B
পদ্মাবতী
C
পদ্মগোখরা
D
পদ্মরাগ
‘পদ্মরাগ’ উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশকাল: ১৯২৪
-
উৎসর্গ: রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে
‘পদ্মরাগ’কে শাস্ত্রসম্মত উপন্যাস বলা ঠিক হবে না। এটি মূলত উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা, কারণ এতে গল্পের গাঁথুনি কম এবং শিল্পগত দিক থেকে কিছুটা অসফল। তবে এর গুরুত্ব অন্যত্র—
-
এটি মুসলিম নারীর লেখা প্রথম রচনার মধ্যে অন্যতম।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো প্রকাশের সাহস এখানে দেখা যায়, যা তখনকার হিন্দু লেখকদের পক্ষে সম্ভব ছিল না।
-
রচনায় অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য বিভ্রান্তি এড়িয়ে বলা:
‘পদ্মাবতী’ → মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য, মাইকেল মধুসূধন দত্তও এ নামে নাটক রচনা করেছেন।
‘পদ্মগোখরা’ → কাজী নজরুল ইসলাম রচিত গল্প, ‘শিউলিমালা’ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত।
‘পদ্মমণি’ → কবি উত্তম দাশের কবিতা।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর
-
প্রতিষ্ঠাতা: ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)
-
সাবলীল অবদান: মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠা
প্রধান রচনাবলি:
-
মতিচূর
-
Sultana’s Dream (বাংলায় অনুবাদ: সুলতানার স্বপ্ন)
-
পদ্মরাগ (উপন্যাসপম গদ্য)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
বিশেষ উল্লেখ: Sultana’s Dream এ ‘Lady Land’ বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
Created: 3 months ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
হাসান হাফিজুর রহমান
-
জন্ম: ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারী’ ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
-
তাঁর সম্পাদনায় ১৫ খণ্ডে প্রকাশিত হয় ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ (১৯৮২–৮৩)।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর’।
কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
শোকার্ত তরবারি
ইত্যাদি।
গল্প:
-
আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 2 weeks ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago