ভবদহ বিল অবস্থিত—
A
ফরিদপুরে
B
জামালপুরে
C
খুলনাতে
D
যশোরে
উত্তরের বিবরণ
ভবদহ বিল যশোরে অবস্থিত। ডাকাতিয়া বিল খুলনায় অবস্থিত। ডাকাতিয়া বিলকে বলা হয় 'পশ্চিমা বাহিনীর নদী'। বাংলাদেশের বৃহত্তম বিল 'চলন বিল' নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত।
0
Updated: 6 days ago
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
Created: 3 hours ago
A
ঢাকা
B
গাজীপুর
C
যশোর
D
সিলেট
বাংলাদেশের ১ম Digital জেলা যশোর। আর প্রথম Digital সিটি সিলেট। বাংলাদেশের প্রথম 'ডিজিটাল আইল্যান্ড' হল- মহেশখালী, কক্সবাজার। বাংলাদেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা চালু হয়- চট্টগ্রামে। বাংরাদেশের প্রথম 'স্মার্ট উপজেলা' শিবচর উপজেলা, মাদারীপুর। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের সময় ১ম শত্রুমুক্ত জেলা যশোর।
0
Updated: 3 hours ago
বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল 'মণিহার' কোন জেলায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
যশোর
D
খুলনা
মণিহার সিনেমা হল বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল, যা যশোর জেলায় অবস্থিত।
-
অবস্থান: যশোর জেলা।
-
ঘোষণা ও নির্মাণ: ১৯৮২ সালে যশোরের ব্যবসায়ী সিরাজুল ইসলাম এই প্রেক্ষাগৃহ নির্মাণের ঘোষণা দেন।
-
নকশা: ঢাকার স্থপতি কাজী মোহাম্মদ হানিফ নকশা করেন।
-
সাজসজ্জা: নির্মাণ-পরবর্তী সাজসজ্জার কাজ করেন শিল্পী এস এম সুলতান।
-
আসন সংখ্যা: ১,৪৩০।
-
উদ্বোধন: ১৯৮৩ সালে সোহেল রানা-সুচরিতা অভিনীত এবং দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে।
0
Updated: 3 weeks ago