কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
A
ফাইরাক্সিন
B
অ্যাডারেনালিন
C
থাইরাক্সিন
D
গ্যাস্টিন
উত্তরের বিবরণ
থাইরক্সিন হরমোনের অভাবে শিশু বামন হয়। গ্রোথ হরমোনের ঘাটতি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। অ্যাডরিনালিন হরমোনের জন্য ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়।
0
Updated: 6 days ago
দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
Created: 2 weeks ago
A
থাইরক্সিন
B
প্রোল্যাকটিন
C
এড্রিনালিন
D
সোমাটোট্রফি
সোমাটোট্রফি হরমোন, যাকে Growth Hormone GH) বলা হয়, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং দেহের কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষণ ও হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এর অভাবে বামনত্ব এবং অতিরিক্তে জায়ান্টিজম বা অ্যাক্রোমেগালি দেখা দেয়।
0
Updated: 2 weeks ago