CNG সিএনজি) দ্বারা কী বোঝায়?
A
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
B
অপরিশোধিত পেট্রেলিয়াম
C
একধরনের শিশী
D
অতি প্রাকৃত গ্যাস
উত্তরের বিবরণ
CNG হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (Compressed Natural Gas)। এ পদ্ধতিতে উচ্চচাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তর করা হয়। যানবাহনে জ্বালানী হিসেবে এটি বহুল ব্যবহৃত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 3 days ago
A
রাশিয়া
B
ব্রাজিল
C
লণ্ডন
D
বেলজিয়াম
ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত একটি বিখ্যাত যুদ্ধ, যেখানে নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ব্রিটিশ ও প্রুশিয়ান জোট বাহিনীর কাছে পরাজিত হয়। এই যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামের একটি ছোট শহর ওয়াটারলুতে অবস্থিত।
বিশেষ দ্রষ্টব্যঃ [তৎকালীন সাম্প্রতিক, বর্তমানে গুরুত্বহীন]
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 days ago
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Created: 2 weeks ago
A
স্বর্ণ
B
হীরা
C
সিলভার
D
প্লাটিনাম
প্লাটিনাম স্বর্ণের তুলনায় কম উৎপাদিত হয় বার্ষিক মাত্র ~১৯০ টন), ফলে এর বাজারমূল্য বেশি। এটি রাসায়নিকভাবে স্থিতিশীল, ১৭৭০°C গলনাঙ্কবিশিষ্ট এবং প্রধানত গাড়ির ক্যাটালাইটিক কনভার্টার, চিকিৎসা যন্ত্র ও ইলেকট্রনিকস তৈরিতে ব্যবহৃত হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 1 week ago
A
১৯০টি
B
১৯১টি
C
১৯২টি
D
১৯৩টি
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদান ২০১১ সালে জাতিসংঘে যোগ দেয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago