'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
উত্তরের বিবরণ
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
তামার বিষ- বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অর্থের অভাব
B
অর্থের প্রাচুর্য্য
C
অর্থের কু-প্রভাব
D
অর্থের অহংকার
তামা অর্থাৎ ধন-সম্পদকে বোঝায়। "তামার বিষ" বলতে বোঝায় টাকার কারণে মানুষের জীবনে যে খারাপ প্রভাব পড়ে—লোভ, লালসা, অনৈতিক কাজকর্মে জড়ানো ইত্যাদি।
যেমন— অনেক সময় অর্থের প্রাচুর্য্য বা লোভ মানুষকে ভুল পথে চালিত করে। তাই এই বাগধারার মাধ্যমে বোঝানো হয় অর্থের ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব।
👉 সঠিক উত্তর: গ) অর্থের কু-প্রভাব

0
Updated: 1 month ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 1 month ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago