ভারত–বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
A
৫৩টি
B
৫৪টি
C
৫৫টি
D
৫৬টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের মোট আন্ত-সীমান্ত/অভিন্ন নদী/আন্তর্জাতিক নদী ৫৭টি। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী ৫৪টি এবং বাংলাদেশ মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী ৩টি (সূত্র: যৌথ নদী কমিশন)। (বাংলাপিডিয়াতে প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশ ভারতের অভিন্ন নদী ৫৫টি)।
0
Updated: 6 days ago
Which is the easternmost district of Bangladesh?
Created: 2 months ago
A
Bandarban
B
Rangamati
C
Khagrachari
D
Feni
সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনকশা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার
0
Updated: 2 months ago
'Subarnachar Island' is located in -
Created: 2 months ago
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।
0
Updated: 2 months ago
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
Created: 5 months ago
A
১০৬
B
৩৩৩
C
৯৯৯
D
১২১
বাংলাদেশের বিভিন্ন জাতীয় জরুরি সেবা নম্বরঃ ৯৯৯। জাতীয় তথ্যবাতায়ন কল সেবাঃ ৩৩৩। দুদকঃ ১০৬। নারী ও শিশুঃ ১০৯।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 5 months ago