দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
A
ইস্তাম্বুল
B
কায়রো
C
হ্যামারফাস্ট
D
ট্রয়নগরী
উত্তরের বিবরণ
ইস্তাম্বুল নগরী তুরস্কে অবস্থিত এবং এটি ইউরোপ ও এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। বসফরাস প্রণালী এই নগরীকে দুই মহাদেশে ভাগ করেছে। এটি বিশ্বের একমাত্র নগরী যা দুই মহাদেশে অবস্থিত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
Created: 2 months ago
A
দামেস্ক
B
বাগদাদ
C
কায়রো
D
কনস্টান্টিনোপল
অটোমান সাম্রাজ্য
- 
অটোমান সাম্রাজ্য তুরস্কের নেতৃত্বে ১২৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। 
- 
বিস্তৃতি: ১২৯৯ থেকে ১৯২২ সাল পর্যন্ত। 
- 
অটোমান সাম্রাজ্যের শাসকরা সুলতান নামে পরিচিত ছিলেন। 
- 
রাজধানী ছিল প্রাচীন কনস্টান্টিনোপল (বর্তমানে ইস্তাম্বুল)। 
- 
১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করলে এটি নতুন রাজধানীতে পরিণত হয় এবং পরে ইস্তাম্বুল নামে পরিচিতি লাভ করে। 
- 
১৯২২ সালের ১ নভেম্বর অটোমান সাম্রাজ্য বিলুপ্ত ঘোষণা করা হয়। 
- 
এরপর ২৯ অক্টোবর, ১৯২৩-এ তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয়। 
- 
অটোমান সাম্রাজ্যের পতন ঘটে তুরস্কে কামাল আতাতুর্কের আত্মপ্রকাশের মাধ্যমে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago