কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ?
A
স্থান
B
কেনা
C
বাঁধা
D
ঘষা
উত্তরের বিবরণ
সঠিক উত্তর - ক) স্থান।
ব্যাখ্যা:
• স্থান - এটি সংস্কৃত 'স্থা' ধাতু থেকে গঠিত শব্দ।
• সংস্কৃত ধাতু: √স্থা (দাঁড়ানো, থাকা অর্থে)।
• স্থা + অন = স্থান।
অন্য বিকল্পগুলো:
খ) কেনা - বাংলা ধাতু 'কিন্' থেকে গঠিত;
গ) বাঁধা - বাংলা ধাতু 'বাঁধ্' থেকে গঠিত;
ঘ) ঘষা - বাংলা ধাতু 'ঘষ্' থেকে গঠিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'শোচনীয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
√শুচ্ + নীয়
B
√শোচ্ + অনীয়
C
√শোচ্ + নীয়
D
√শুচ্ + অনীয়
কৃৎ প্রত্যয়: অনীয় (অনীয়র)
অর্থ: যোগ্য বা কর্তব্য বোঝাতে ব্যবহার হয়। এই কৃৎ প্রত্যয়টি বিশেষণ শব্দ গঠনে ব্যবহৃত হয়।
উদাহরণ:
ধাতু (মূল শব্দ) | কৃৎ + অনীয় | অর্থ/ব্যাখ্যা |
---|---|---|
√কৃ | করণীয় | করা যাইবার যোগ্য |
√দৃশ্ | দর্শনীয় | দেখা যাইবার যোগ্য |
√শুচ | শোচনীয় | শোক প্রকাশ করার যোগ্য |
√স্মৃ | স্মরণীয় | মনে রাখার যোগ্য |
√পালি | পালনীয় | পালন করার যোগ্য |
√বৃ | বরণীয় | গ্রহণ করার যোগ্য |
আরও উদাহরণ:
-
মাননীয়
-
পূজনীয়
-
পানীয়
-
গ্রহণীয়
-
রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
বিপরীতার্থক শব্দ
-
মুখর ↔ মৌনী
-
মূর্খ ↔ জ্ঞানী
-
মুখ্য ↔ গৌণ
-
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
Created: 4 months ago
A
শব্দ
B
কারক
C
পদ
D
ক্রিয়াপদ
• পদ:
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
অন্যভাবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
• বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া,
- ক্রিয়াবিশেষণ,
- অনুসর্গ,
- যােজক,
- আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 4 months ago