নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
A
শিরিন সুলতানা
B
সালমা বেগম
C
শিরিন এবাদি
D
বেনজীর ভুট্টো
উত্তরের বিবরণ
শিরিন এবাদি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী, তিনিই প্রথম নোবেলজয়ী মুসলিম নারী। ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান বিশ্বে প্রশংসিত।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?
Created: 3 weeks ago
A
গ্রিনপিস
B
নিহন হিদানকিও
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
ন্যাটো
নোবেল পুরস্কার ২০২৪:
- 
শান্তি: - 
বিজয়ী: জাপানি সংস্থা নিহন হিদানকিও 
- 
অবদান: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র কখনো ব্যবহার করা উচিত নয়, তা পর্যবেক্ষকদের সাক্ষ্য মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরা। 
 
- 
- 
সাহিত্য: - 
বিজয়ী: হান কাং 
- 
অবদান: নিজের সাহিত্যকর্মে ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতাকে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে প্রকাশ করার স্বীকৃতি। 
 
- 
- 
চিকিৎসাবিজ্ঞান: - 
বিজয়ী: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান 
- 
অবদান: মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য। 
 
- 
- 
পদার্থবিজ্ঞান: - 
বিজয়ী: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন 
- 
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করার বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবন। 
 
- 
- 
রসায়ন: - 
বিজয়ী: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার 
- 
অবদান: - 
ডেভিড বেকার: কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন 
- 
ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার: প্রোটিন গঠন পূর্বাভাস 
 
- 
 
- 
- 
অর্থনীতি: - 
বিজয়ী: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন 
- 
অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে গবেষণা। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
আলফ্রেড নোবেল কী আবিস্কার করেন?
Created: 2 months ago
A
পেনিসিলিন
B
ডিনামাইট
C
পারমানবিক বোমা
D
রেডিও
আলফ্রেড নোবেল
- 
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি। 
- 
তিনি তাঁর বাবার কারখানায় কাজ শিখেছিলেন। 
- 
প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে তিনি রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন। 
- 
১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে তিনি ডিনামাইট আবিষ্কার করেন। 
উল্লেখযোগ্য তথ্য:
- 
নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি গঠিত হয়। 
- 
১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন। 
- 
১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়। 
- 
তাঁর উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
উৎস: ব্রিটানিকা।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Created: 5 months ago
A
নার্গিস মোহাম্মাদী
B
শিরিন এবাদী
C
নাগিব মাহফুজ
D
প্রফেসর আবদুস সালাম
ইরানে নারীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ের জন্য নার্গিস মোহাম্মাদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।" উল্লেখ্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য ২০২৪ সালে জাপানি সংগঠন নিহন হিদানকিও [Nihon Hidankyo] শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago