কঙ্গোর রাজধানী কোনটি?
A
রুয়াল্ড
B
জাম্বিয়া
C
লুসাকা
D
কিনসাসা
উত্তরের বিবরণ
কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী শহর হচ্ছে কিনসাসা। এটি দেশটির সবচেয়ে বড় শহরও। আফ্রিকার বৃহত্তম শহরগুলোর মধ্যে কিনসাসা অন্যতম।
0
Updated: 6 days ago
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
Created: 3 months ago
A
বুদাপেস্ট
B
প্রাগ
C
এথেন্স
D
তিরানা
অ্যালবেনিয়ার রাজধানী হল তিরানা
অ্যালবেনিয়া সম্পর্কে কিছু তথ্য:
-
এটি দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ।
-
স্থানীয় ভাষায় দেশের অর্থ 'ঈগলের দেশ'।
-
দেশের প্রধান শহর এবং রাজধানী: তিরানা।
-
দেশের মুদ্রা: লেক।
অন্যদিকে,
-
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
-
প্রাগ চেকোস্লোভাকিয়ার পুরানো রাজধানী।
-
গ্রিসের রাজধানী হলো এথেন্স।
তথ্যসূত্র: Britannica।
0
Updated: 3 months ago
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
Created: 1 month ago
A
ক্যানবেরা
B
সিডনি
C
পার্থ
D
ওয়েলিংটন
অস্ট্রেলিয়া হলো ওশেনিয়ার সবচেয়ে ছোট মহাদেশ এবং বৃহত্তম দেশ, যা দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত।
মূল তথ্য:
-
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মোট এলাকা প্রায় ৭,৭৪১,২২০ বর্গকিলোমিটার।
-
রাজধানী: ক্যানবেরা।
-
মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
-
জাতীয় প্রাণী: ক্যাঙ্গারু।
0
Updated: 1 month ago
নামিবিয়ার রাজধানী -
Created: 5 months ago
A
কারাভু
B
উইন্ডহুক
C
প্রিটোরিয়া
D
কোটাভি
নামিবিয়া: দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এক রত্ন
নামিবিয়া আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি দেশ, যার পশ্চিম সীমানা ঘেঁষে রয়েছে বিশাল দক্ষিণ আটলান্টিক মহাসাগর। প্রাকৃতিক সৌন্দর্য, মরুভূমি ও বন্যপ্রাণীর জন্য দেশটি পরিচিত।
ভৌগোলিক অবস্থান:
-
উত্তরে: অ্যাঙ্গোলা
-
উত্তর-পূর্বে: জাম্বিয়া
-
পূর্বে: বতসোয়ানা
-
দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে: দক্ষিণ আফ্রিকা
-
পশ্চিমে: আটলান্টিক মহাসাগর
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮৮৪ সালে নামিবিয়া জার্মান উপনিবেশে পরিণত হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কাছ থেকে অঞ্চলটি দখল করে দক্ষিণ আফ্রিকা।
-
১৯৬০ সালে ‘দক্ষিণ-পশ্চিম আফ্রিকা’ নামটি পরিবর্তন করে রাখা হয় ‘নামিবিয়া’।
-
দীর্ঘ সংগ্রামের পর ১৯৯০ সালের ২১ মার্চ নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
রাষ্ট্রীয় পরিচিতি:
-
রাজধানী: উইন্ডহোক (Windhoek)
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: নামিবিয়ান ডলার (NAD)
-
রাষ্ট্রপ্রধান: প্রেসিডেন্ট
-
সরকারপ্রধান: প্রধানমন্ত্রী
-
কেন্দ্রীয় ব্যাংক: ব্যাংক অব নামিবিয়া
অতিরিক্ত তথ্য:
-
প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া
0
Updated: 1 month ago