গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?
A
লৌহের অভাবে
B
ফসফরাস এর অভাবে
C
গ্লুকোজের অভাবে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
গাছের পাতা বেগুনি বা বেগুনী রঙ ধারণ করে মূলত ফসফরাসের অভাবে। ফসফরাস গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যার অভাবে পাতায় বেগুনি বা কালচে রঙ দেখা দেয়। এটি আলোকসংশ্লেষণ ও শিকড়ের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 6 days ago