চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
A
লর্ড মাউন্টব্যাটেন
B
লর্ড ক্লাইভ
C
লর্ড মিন্টে
D
লর্ড কর্নওয়ালিস
উত্তরের বিবরণ
চিরস্থায়ী বন্দোবস্ত Permanent Settlement) প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে। এটি ছিল ব্রিটিশ শাসনামলে জমিদারদের মাধ্যমে রাজস্ব আদায়ের একটি ব্যবস্থা, যা বাংলার কৃষি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।
0
Updated: 6 days ago
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
Created: 4 weeks ago
A
লর্ড কার্জন
B
লর্ড কর্নওয়ালিস
C
লর্ড ক্যানিং
D
লর্ড বেন্টিংক
চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ ভূমি-রাজস্ব ব্যবস্থা। এর মাধ্যমে জমিদারদের জমির উপর স্থায়ী মালিকানা প্রদান করা হলেও কৃষক শ্রেণি তাদের জমির অধিকার থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন টিকে থাকা এই ব্যবস্থা অবশেষে স্বাধীনতার পূর্বমুহূর্তে বিলুপ্ত হয়।
-
১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
ওই দিনে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের শর্তে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করা হয়।
-
এই ব্যবস্থার ফলে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়।
-
অপরদিকে, জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
-
অবশেষে ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন প্রবর্তনের মাধ্যমে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্তের অবসান ঘটে।
0
Updated: 4 weeks ago
কর্নওয়ালিসের সময় বিচার ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়?
Created: 4 weeks ago
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
বিচার ব্যবস্থা কর্নওয়ালিসের সময়ে সংস্কার করা হয় এবং এটি দুইটি প্রধান ভাগে বিভক্ত হয়—ফৌজদারি ও দেওয়ানি। ১৭৯০ খ্রিস্টাব্দে এই সংস্কারের ফলে সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। বাংলায় এবং বিহার ও উড়িষ্যা অঞ্চলে মোট ১২টি বিভাগ গঠিত হয় এবং প্রতিটি বিভাগের জন্য একটি ভ্রাম্যমান কোর্ট স্থাপন করা হয়। এই আদালতগুলিতে প্রত্যেকটিতে দুজন ইংরেজ বিচারক এবং আইন ব্যাখ্যার জন্য কাজি ও মুফতি নিযুক্ত থাকতেন। লর্ড বেটিঙ্ক সর্বপ্রথম বিচার কার্য ও রাজস্ব আদায়ের দায়িত্ব দেশীয়দের ওপর ন্যস্ত করেন। তিনি ১৮৩২ খ্রিস্টাব্দে বাংলায় সর্বপ্রথম জুড়ি ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে ভারতীয়দের জুরির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
-
কর্নওয়ালিসের সময় বিচার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত: ফৌজদারি ও দেওয়ানি।
-
১৭৯০ খ্রিস্টাব্দে সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত।
-
বাংলা, বিহার ও উড়িষ্যা ১২টি বিভাগে বিভক্ত ও প্রতিটি বিভাগের জন্য ভ্রাম্যমান কোর্ট স্থাপন।
-
আদালতে প্রত্যেকটিতে দুজন ইংরেজ বিচারক এবং কাজি ও মুফতি নিযুক্ত।
-
লর্ড বেটিঙ্ক দেশীয়দের বিচার কার্য ও রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান।
-
১৮৩২ খ্রিস্টাব্দে বাংলায় জুড়ি ব্যবস্থা প্রবর্তন এবং ভারতীয়দের জুরির সদস্য হিসেবে নিযুক্ত।
0
Updated: 4 weeks ago