নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? –
A
লাওস
B
সোমালিয়া
C
তাইওয়ান
D
কিউবা
উত্তরের বিবরণ
বাংলাদেশ প্রাতিষ্ঠানিকভাবে কখনো তাইওয়ানের সাথে কূটনৈতিক স্বীকৃতি প্রতিষ্ঠা করেনি। ১৯৭৫ সালের ৪ অক্টোবর বাংলাদেশ চীনকে স্বীকৃতি দিয়ে, তাইওয়ানের সঙ্গে তখনকার কূটনৈতিক সম্পর্ক সমাপ্ত করে । যদিও পরবর্তীতে তাইপেইয়ের টেকনিক্যাল অফিস ঢাকায় ছিল ২০০৪–২০০৯), কিন্তু তা কূটনৈতিক মিশন ছিল না; বর্তমানে ঢাকায় এমন কোনো কূটনৈতিক মিশন নেই।
0
Updated: 6 days ago