সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
A
হেমন্ত সেন
B
ধর্মপাল
C
গোপাল
D
শশাংক
উত্তরের বিবরণ
সোমপুর মহাবিহার ছিল প্রাচীন বাংলার একটি বিখ্যাত বৌদ্ধ বিহার, যা বর্তমানে পাহাড়পুর, নওগাঁ জেলায় অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন পাল রাজবংশের ধর্মপাল, যিনি ছিলেন দ্বিতীয় পাল রাজা এবং একজন মহান বৌদ্ধ ধর্মপৃষ্ঠপোষক।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়?
Created: 2 months ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
সোমপুর মহাবিহার (পাহাড়পুর বৌদ্ধবিহার)
- 
এটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার, যা বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। 
- 
পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে এটি নির্মাণ শুরু করেছিলেন। 
স্থাপত্য ও ব্যবহার
- 
মূল ভবনে ১৭৭টি কক্ষ ছিল, যেখানে প্রায় ৮০০ ভিক্ষু বসবাস করতে পারতেন। 
- 
এখানে ১২৫ নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের আমলের রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়। 
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান
- 
১৮০৭ ও ১৮১২ খ্রি.: বুকানন হ্যামিল্টন প্রথম প্রত্নস্থলটি পরিদর্শন করেন। 
- 
পরবর্তীতে ওয়েস্টম্যাকট পাহাড়পুর ঘুরে দেখেন। 
- 
১৮৭৯ খ্রি.: স্যার আলেকজান্ডার কানিংহাম এ স্থান পরিদর্শন করে ২২ ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন। 
- 
১৯১৯ খ্রি.: প্রত্নস্থলটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের আওতায় সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় (১৯০৯ সালের পুরাকীর্তি আইন অনুযায়ী)। 
আন্তর্জাতিক স্বীকৃতি
- 
১৯৮৫ খ্রি.: ইউনেস্কো সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
সোনারগাঁও
B
সাতগাঁও
C
নওগাঁ
D
মহাস্থানগড়
সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। এটি প্রাচীন পাল রাজবংশের সময় নির্মিত একটি বিখ্যাত বৌদ্ধ বিহার। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 days ago
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
Created: 1 week ago
A
দেবপাল
B
ধর্মপাল
C
শশাংক
D
রাজা গোপা
সোমপুর মহাবিহার বা সোমপুর বিহার) একটি প্রাচীন বৌদ্ধ বিহার, যা বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। এটি পাল রাজবংশের রাজা ধর্মপাল ৭৭০–৮১০ খ্রিঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক এবং বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago