যুক্তরাষ্ট্র তে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়
A
১৮৬৩ সালে
B
১৮৬২ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৫ সালে
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে ১৮৬৫ সালে বিলুপ্ত হয়, যখন ১৩তম সংশোধনী 13th Amendment) যুক্তরাষ্ট্রের সংবিধানে যুক্ত হয় এবং দাসত্ব নিষিদ্ধ করা হয়।
0
Updated: 6 days ago
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কোরীয় উপদ্বীপকে কোন সমান্তরাল রেখায় ভাগ করে?
Created: 2 months ago
A
৮° অক্ষরেখা
B
২৮° অক্ষরেখা
C
৩৮° অক্ষরেখা
D
৪১° অক্ষরেখা
৩৮° অক্ষরেখা ও কোরিয়ার বিভাজন
-
১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়াকে ৩৮° সমান্তরাল রেখা দিয়ে বিভক্ত করে।
-
এর ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করে।
-
উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
-
১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা
-
১০° চ্যানেল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান
-
৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ?
Created: 1 week ago
A
রাষ্ট্রপতি শাসিত
B
সাংবিধানিক রাজতন্ত্র
C
সংসদীয় সরকার
D
রাজতন্ত্র
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। এখানে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তিনি রাষ্ট্র ও সরকারের প্রধান। নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ একে অপরের থেকে স্বাধীনভাবে পরিচালিত হয়। সরকার ব্যবস্থা সংসদীয় নয়, সংসদ ও রাষ্ট্রপতি পরস্পরের উপর নির্ভরশীল নন।
0
Updated: 1 week ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 1 month ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
0
Updated: 1 month ago