মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর ‘কোথায় অবস্থিত?
A
বরগুনা
B
নাটোর
C
নোয়াখালী
D
খুলনা
উত্তরের বিবরণ
“শহীদ সাগর” হলো একটি মুক্তিযুদ্ধ সংরক্ষিত স্থান, যা ১৯৭১ সালের গোপালপুর গণহত্যার স্মরণে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনি কারখানার পুকুর কাঁটায় নির্মিত হয়। এই পুকুরে পাকিস্তানি বাহিনীর নির্মম হামলায় শতাধিক শহীদ হন এবং সেই কারণেই এটিকে শহীদ সাগর নাম দেওয়া হয় ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
Created: 1 month ago
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
- 
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়। 
- 
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন। 
- 
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
শ্রাবণ বিদ্রোহ তথ্যচিত্রটি কোন ঘটনার প্রেক্ষাপটে নির্মিত?
Created: 2 months ago
A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
ভাষা আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
জুলাই গণঅভ্যুত্থান
শ্রাবণ বিদ্রোহ
- 
‘শ্রাবণ বিদ্রোহ’ একটি তথ্যচিত্র। 
- 
এটি নির্মিত হয়েছে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। 
- 
এ তথ্যচিত্রে জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। 
উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের বিমান বিধ্বস্ত হয়েছিল কোথায়?
Created: 1 month ago
A
করাচি
B
লাহোর
C
থাট্টা
D
কাশ্মীর
বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অমর নায়ক।
- 
তিনি ১৯৪১ সালের ২৯ নভেম্বর ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন। 
- 
প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঢাকা কলেজিয়েট স্কুলে, পরে পড়াশোনা করেন পশ্চিম পাকিস্তানের সারগোদার পাকিস্তান বিমানবাহিনী পাবলিক স্কুলে। 
- 
পাকিস্তান বিমানবাহিনী একাডেমী থেকে ১৯৬৩ সালের জুনে কমিশন লাভ করেন। 
- 
করাচিতে জেট কনভার্সন কোর্স সম্পন্ন করে পেশোয়ারে জেট পাইলট হিসেবে যোগ দেন। 
- 
মুক্তিযুদ্ধ চলাকালীন ছুটিতে এসে ভৈরবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধে অংশগ্রহণ করেন। 
- 
পারিবারিক চাপের কারণে পাকিস্তানে ফিরে যান এবং বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। 
- 
১৯৭১ সালের ২০ আগস্ট, করাচি থেকে উড্ডয়নের সময় তিনি প্রশিক্ষণরত পাইলটের বিমান দখল করার চেষ্টা করেন, কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন। 
- 
স্বাধীনতার পর তার দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব “বীরশ্রেষ্ঠ” প্রদান করা হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago