‘To be or not to be …’ is taken from:
A
Macbeth
B
King Lear
C
Hamlet
D
Othello
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
In which Act and Scene does the line "Thou know'st 'tis common, all that lives must die, / Passing through nature to eternity" occur?
Created: 2 weeks ago
A
Act I, Scene 1
B
Act I, Scene 2
C
Act II, Scene 2
D
Act III, Scene 2
এই লাইনটি Act I, Scene 2-এ কুইন গারট্রুড (Queen Gertrude) হ্যামলেটকে বলেন। এখানে তিনি হ্যামলেটকে তাঁর পিতার মৃত্যুর শোক থেকে সরে এসে বাস্তবতা মেনে নিতে উপদেশ দিচ্ছেন। গারট্রুড বোঝাতে চান, মৃত্যু জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য—প্রত্যেক জীবই একসময় প্রকৃতির মাধ্যমে অনন্তের পথে যায়।
মূল ভাবটি হলো—
-
গারট্রুড জীবনের অস্থায়িত্ব (transience of life) এবং মৃত্যুর অনিবার্যতা (inevitability of death) তুলে ধরছেন।
-
তিনি হ্যামলেটকে আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে ভাবতে বলেন—যা ঘটেছে তা প্রকৃতির নিয়ম।
-
এই সংলাপটি নাটকের শুরুতেই জীবনের অনিত্যতা এবং মানবিক বেদনার একটি গভীর দার্শনিক সুর সৃষ্টি করে, যা পরবর্তীতে Hamlet-এর মূল থিমগুলির সঙ্গে যুক্ত হয়।
0
Updated: 2 weeks ago
How does Claudius reveal his guilt?
Created: 1 month ago
A
Through his reaction during “The Mousetrap” play
B
By consulting with Polonius
C
By confessing to Hamlet directly
D
By writing a letter to Laertes
ক্লডিয়াসের অপরাধ “The Mousetrap” নাটকের মাধ্যমে প্রকাশ পায়। হ্যামলেট তার পিতার হত্যার দৃশ্য নাটকের মধ্যে পুনঃউপস্থাপন করে। ক্লডিয়াসের অস্বস্তি, নাটক বন্ধ করার চেষ্টা এবং অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া তার অপরাধকে স্পষ্ট করে।
নাটকটি মনস্তাত্ত্বিক প্রমাণ হিসেবে কাজ করে। ক্লডিয়াসের ভয় তার অপরাধের স্বীকৃতি দেয়। এটি নাটকের টেনশন এবং সাসপেন্স বাড়ায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন চরিত্রের প্রতিক্রিয়া প্রমাণের চেয়ে শক্তিশালী হতে পারে। ফলস্বরূপ, ক্লডিয়াসের অপরাধ নিশ্চিত হওয়ার পরে হ্যামলেট প্রতিশোধের পথে এগোতে পারে।
0
Updated: 1 month ago
In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of_
Created: 2 months ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
'Hamlet' ছিলেন ডেনমার্কের রাজপুত্র। Hamlet অর্থ- A small village that doesn't have its own church | ডেনমার্কের রাজহত্যা ও রাজপুত্র Hamlet কর্তৃক প্রলম্বিত প্রতিশোধ 'Hamlet' নাটকের মূল বিষয়বস্তু।
0
Updated: 2 months ago