I found him guilty. Here ‘guilty’ is-
A
an object
B
a complimente
C
a subject
D
a predicate
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 2 months ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
- 
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা। 
- 
খ) removed: সরানো বা বাদ দেওয়া। 
- 
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা। 
- 
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা। 
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
What does "Square meal" mean?
Created: 2 months ago
A
অর্ধেক খাবার
B
পুষ্টিকর খাবার
C
রাতের খাবার
D
জলভাত
The correct answer is - খ) পুষ্টিকর খাবার।
• Square meal
- English Meaning: A substantial, satisfying, and balanced meal; a full or complete meal.
- Bangla Meaning: পুষ্টিকর খাবার।
• Example Sentence
- We need three square meals a day.
- Bangla Meaning: আমাদের দিনে তিন বেলা পুষ্টিকর খাবার প্রয়োজন।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Vlad the Impaler was notorious in history because he would impale his enemies.
Here, "impale" means:
Created: 1 month ago
A
To imprison
B
To pierce
C
To skin alive
D
To whip
Correct answer: খ) To pierce
ব্যাখ্যা:
- 
"Impale" অর্থ হলো কোনো ধারালো বস্তুর সাহায্যে বিদ্ধ করা বা ভেদ করা, বিশেষ করে প্রাণী বা মানুষের শরীরে। 
- 
উদাহরণ: - 
The dead deer was impaled on a spear. 
- 
Walruses sometimes use their tusks to impale seals for food. 
 
- 
অন্য অপশনগুলোর অর্থ:
- 
ক) To imprison → কারাগারে রাখা। 
- 
গ) To skin alive → জীবন্ত অবস্থায় চামড়া ছাড়ানো। 
- 
ঘ) To whip → চাবুক মারা। 
সুতরাং "impale" এর সঠিক অর্থ হলো To pierce।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago