He has been studying __ morning.
A
from
B
since
C
for
D
after
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
They deceived us _____ thinking they would come back later with our money.
Created: 1 month ago
A
into
B
on
C
to
D
of
deceive শব্দের অর্থ হলো যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো, অর্থাৎ কাউকে প্রতারিত করা, ধোঁকা দেওয়া, ঠকানো বা বিভ্রান্ত করা।
-
Appropriate preposition ব্যবহারের ক্ষেত্রে deceive এর সাথে in/into বসে, যখন প্রতারণা বা ধোঁকা দেওয়ার অর্থ প্রকাশ করে।
-
প্রদত্ত বাক্যে into ব্যবহার করলে অর্থ স্পষ্ট ও পরিপূর্ণ হয়, কারণ in অপশনে নেই।
-
তাই এই বাক্যে preposition হিসেবে into সঠিক।
-
Complete Sentence: They deceived us into thinking they would come back later with our money.
0
Updated: 1 month ago
We need someone who is good ________ public speaking.
Created: 1 month ago
A
at
B
with
C
on
D
by
• Complete Sentence: We need someone who is good at public speaking.
-
Bangla Meaning: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।
-
Good at something / doing something
-
English Meaning: If you are good at something, you are able to do it well.
-
Bangla Meaning: দক্ষ।
-
-
কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
-
উদাহরণ: "public speaking"–এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে at ব্যবহার করা হয়।
-
Example Sentences:
-
She is really good at playing the piano.
-
They are good at solving problems quickly.
-
He’s good at public speaking.
Source: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
She proposed ______ the meeting immediately.
Created: 3 weeks ago
A
started
B
starting
C
to start
D
to be start
কিছু verb আছে যেগুলোর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তবে তা Infinitive (to + verb) রূপে ব্যবহার করতে হয়। এ ধরনের verb-এর পরে verb + ing ব্যবহার করা যায় না।
-
এই ধরনের verb-এর উদাহরণ: agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask ইত্যাদি।
Correct sentence: She proposed to start the meeting immediately.
অর্থ: সে প্রস্তাব করেছিল যে সভা অবিলম্বে শুরু করা হোক।
0
Updated: 3 weeks ago