Today is ____ than yesterday. fill in the blank with -
A
more sunny
B
sunniest
C
sunnier
D
most sunny
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
The plane flew ____ the bridge.
Created: 2 months ago
A
above
B
on
C
in
D
to
• Complete Sentence: The plane flew above the bridge.
-
প্লেনটি সেতুর উপর দিয়ে উড়ে গেল।
-
"above" হলো একটি preposition যা বোঝায় — কোনো কিছুর উপরে, কিন্তু স্পর্শ না করে, অর্থাৎ উঁচুতে অবস্থান।
উদাহরণ:
-
The helicopter hovered above the ground.
-
The picture hangs above the sofa.
Other options:
-
খ) on – কোনো কিছুর উপর স্পর্শ করে (e.g., The book is on the table.)
-
গ) in – কোনো কিছুর ভেতরে (e.g., The bird is in the cage.)
-
ঘ) to – দিকে যাওয়ার জন্য ব্যবহৃত (e.g., She went to school.)
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago
Hard work and dedication can bring ___ success.
Created: 1 month ago
A
about
B
with
C
in
D
of
সঠিক উত্তর: ক) about
সম্পূর্ণ বাক্য:
Hard work and dedication can bring about success.
ব্যাখ্যা:
-
Bring about
-
English meaning: to cause
-
বাংলা অর্থ: ঘটানো, সৃষ্টি করা
-
উদাহরণ বাক্য:
-
The new government policies brought about many positive changes.
-
Hard work and dedication can bring about success.
0
Updated: 1 month ago
She ______ be studying in the library now.
Created: 3 weeks ago
A
should
B
shall
C
might
D
None of these
Speculation বা অনুমান প্রকাশ করার জন্য may এবং might ব্যবহার করা হয়, যখন কোনো ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কেবল সম্ভাবনা বোঝানো হয়। Present বা Past সময়ের প্রেক্ষিতে এগুলো ব্যবহৃত হতে পারে।
-
Present tense-এ যখন ব্যবহার হয়, তখন সাধারণত স্থান ও সময় উল্লেখ থাকে—যেমন এখন কী করছে, কোথায় থাকতে পারে ইত্যাদি বোঝাতে।
-
Structure: Subject + may/might + be + main verb (ing form) + বাক্যের বাকি অংশ।
-
May ব্যবহার করা হয় তুলনামূলকভাবে বেশি সম্ভাবনার ক্ষেত্রে, আর might ব্যবহার করা হয় অপেক্ষাকৃত কম সম্ভাবনার ক্ষেত্রে।
Correct sentence: She might be studying in the library now.
অর্থ: সে এখন হয়তো লাইব্রেরিতে পড়ছে।
0
Updated: 3 weeks ago