There is no free access ____ the secretary's room.
A
in
B
at
C
to
D
of
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
I know his name but I haven't managed to ferret __________ where he lives.
Created: 1 month ago
A
in
B
off
C
around
D
out
• Complete Sentence: I know his name but I haven't managed to ferret out where he lives.
-
Bangla Meaning: আমি তার নাম জানি, কিন্তু সে কোথায় থাকে তা এখনো খুঁজে বের করতে পারিনি।
• ferret out (phrasal verb with ferret verb)
-
English Meaning: to discover or find out something after searching for it.
-
Bangla Meaning: খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা।
-
"খুঁজে বের করা" বোঝাতে ferret-এর পরে preposition হিসেবে সাধারণত out বসে।
Example Sentences:
-
The police are trying to ferret out the truth about the incident.
-
Journalists worked hard to ferret out details of the scandal.
Source: 1) Cambridge Dictionary 2) Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 1 month ago
I would rather _____ than beg.
Created: 1 month ago
A
died
B
dies
C
die
D
will die
“I would rather die than beg” বাক্যটি বোঝায় যে সে ভিক্ষা করার চেয়ে মরাটাকেই বেছে নেবে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Would rather একটি নির্দিষ্ট গঠন, যার পরে সবসময় verb-এর base form (মূল ক্রিয়াপদ) ব্যবহার হয়, যেমন: go, eat, die।
-
এখানে would rather মানে “বরং চাই” বা “অগ্রাধিকার দেওয়া”।
-
সঠিক গঠন: would rather die, কারণ “die” base verb।
-
বাক্যটি একটি শক্ত মানসিকতা বা আত্মমর্যাদাবোধ প্রকাশ করে।
-
Other options:
-
ক) died – past tense; “would rather” এর পরে ব্যবহার করা যায় না।
-
খ) dies – third person singular (he/she/it) এর জন্য; এখানে subject হলো “I”, তাই ভুল।
-
ঘ) will die – “would rather” ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করে, তাই “will” ব্যবহার অপ্রয়োজনীয় এবং ভুল।
-
0
Updated: 1 month ago
Fill in the blank: no one can ____ that he is clever.
Created: 6 days ago
A
defy
B
deny
C
admire
D
denounce
0
Updated: 6 days ago