‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ - কে লিখেছেন?
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
কাজী নজরুল ইসলাম
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
Created: 2 months ago
A
ইন্দিরা দেবী
B
কাদম্বরী দেবী
C
মৃণালিনী দেবী
D
মৈত্রেয়ী দেবী
‘ছিন্নপত্র’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু চিঠির সংকলন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। এই গ্রন্থে মোট ১৫৩টি চিঠি আছে। এর মধ্যে প্রথম ৮টি চিঠি লেখা হয় শ্রীশচন্দ্র মজুমদারকে,
আর বাকি ১৪৫টি চিঠি লেখা হয় রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। ইন্দিরাকে লেখা চিঠিগুলোর মধ্যে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে উঠে এসেছে। এই চিঠিগুলোকেই আমরা 'ছিন্নপত্র' ও 'ছিন্নপত্রাবলী' নামে চিনি।
সঠিক উত্তর: ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী।
0
Updated: 2 months ago
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
ভ্রমণকাহিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই উপন্যাসের নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ ‘চতুরঙ্গ’ থেকে, যার অর্থ ‘চারটি অংশ’ বা ‘চতুর্ভুজ’, কারণ উপন্যাসে চারটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে প্রধান চরিত্রদের নামে। উপন্যাসের মূল চরিত্রগুলো হলো শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
Created: 1 month ago
A
বিধু মাস্টার
B
পণ্ডিত মশাই
C
শেষ প্রশ্ন
D
সেঁজুতি
“সেঁজুতি” রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গুরুত্বপূর্ণ বাংলা কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯৩৮ খ্রিষ্টাব্দে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের উল্লেখযোগ্য সৃষ্টি হিসেবে গণ্য করা হয়। এই কাব্যগ্রন্থে মোট ২২টি কবিতা সংকলিত হয়েছে। গ্রন্থটি তিনি তাঁর ডাক্তার বন্ধু নীলরতন সরকারকে উৎসর্গ করেছিলেন।
অন্যদিকে:
-
‘বিধু মাস্টার’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
-
‘শেষ প্রশ্ন’ এবং ‘পণ্ডিত মশাই’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস।
0
Updated: 1 month ago