‘কবর' কবিতাটি কোন কবির রচনা?
A
অসীম সাহা
B
মোহাম্মদ মনিরুজ্জামান
C
জসিমউদ্দিন
D
অমিয় চক্রবর্তী
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
‘গুপী গাইন বাঘা বাইন’ - কার রচনা?
Created: 1 month ago
A
সত্যজিৎ রায়
B
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
C
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
D
সুকুমার রায়
• ‘গুপী গাইন বাঘা বাইন’
-
রচয়িতা: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
-
প্রথম প্রকাশ: সন্দেশ পত্রিকায়, ১৯১৫
-
পরবর্তীতে জনপ্রিয়তা লাভ: সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯)
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে তথ্য:
-
জন্ম ও মৃত্যু: ১৮৬৩–১৯১৫
-
বিশেষত্ব: প্রখ্যাত শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী, বাংলা মুদ্রণশিল্পের পথিকৃৎ
-
সাহিত্যচর্চার হাতেখড়ি: ১৮৮৩ সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় প্রথম রচনা প্রকাশ
-
সম্পাদিত পত্রিকা: ১৯১৩ সালে সন্দেশ, আজও কলকাতা থেকে প্রকাশিত
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
ছোটদের রামায়ণ
-
ছোটদের মহাভারত
-
সেকালের কথা
-
মহাভারতের গল্প
-
ছোট্ট রামায়ণ
-
টুনটুনির বই
-
গুপী গাইন বাঘা বাইন
0
Updated: 1 month ago
মনোএল দা আসসুম্পসাঁউ তাঁর বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন—
Created: 1 month ago
A
একটি স্বতন্ত্র গ্রন্থ হিসেবে
B
বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে
C
একটি সাহিত্য গ্রন্থের অংশ হিসেবে
D
ধর্মীয় গ্রন্থের অংশ হিসেবে
সঠিক উত্তর হলো খ) বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে। বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস সম্পর্কিত তথ্যগুলো নিচে দেওয়া হলো।
-
প্রথম পর্যায়:
• প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে।
• এটি পর্তুগিজ ভাষায় রচিত, লেখক ছিলেন মনোএল দা আসসুম্পসাঁউ।
• তিনি এটি রচনা করেন বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে। -
ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ:
• ১৭৭৮ সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত A Grammar of the Bengal Language প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
• ১৮০১ সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন A Grammar of the Bengalee Language, যা ১৮৪৬ সালে জন রবিনসনের বঙ্গানুবাদে অনূদিত হয়। -
বাংলা ভাষায় রচিত ব্যাকরণ:
• ১৮৩৩ সালে রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ প্রকাশিত হয়।
• এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
0
Updated: 1 month ago
'কাশবনের কন্যা' কোন প্রকার রচনা?
Created: 2 months ago
A
নাটক
B
উপন্যাস
C
ছোটগল্প
D
কাব্যগ্রন্থ
‘কাশবনের কন্যা’ উপন্যাস
-
শামসুদ্দীন আবুল কালামের রচিত এই উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন ও গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিক ভঙ্গিতে চিত্রিত হয়েছে।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
শামসুদ্দীন আবুল কালাম
-
জন্ম: বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে, ১৯২৬ সালে।
-
প্রকৃত নাম: আবুল কালাম শামসুদ্দীন।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস
-
আল্মগড়ের উপকথা
-
কাশবনের কন্যা
-
কাঞ্চনমালা
-
জায়জঙ্গল
-
সমুদ্র বাসর
-
কাঞ্চনগ্রাম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago