Epicurism’-এর যথার্থ পরিভাষা –
A
নিয়তিবাদ
B
অস্তিত্ববাদ
C
ভোগবাদ
D
পরিবেশবাদ
উত্তরের বিবরণ
‘Epicurism’ একটি দার্শনিক মতবাদ যা ভোগ-বিলাস বা ইন্দ্রিয়সুখকেই জীবনের মূল উদ্দেশ্য হিসেবে দেখায়। এটি গ্রিক দার্শনিক এপিকিউরাসের চিন্তাভাবনার উপর ভিত্তি করে গঠিত। বাংলায় একে “ভোগবাদ” বলা হয়।
সঠিক উত্তর: গ) ভোগবাদ

0
Updated: 1 month ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
'Glacier' এর বাংলা পরিভাষা -
Created: 1 week ago
A
বৈশ্বিক
B
হিমবাহ
C
ভূগোলক
D
ভূতাত্ত্বিক
Glacier এর বাংলা পরিভাষা: হিমবাহ
Geologist: ভূতাত্ত্বিক
Globe: ভূগোলক
Global: বৈশ্বিক
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
Apenthesis -এর অর্থ –
Created: 1 week ago
A
স্বরসংগতি
B
স্বরাগম
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
Apenthesis শব্দটি প্রকৃতপক্ষে Aposiopesis-এর রূপভেদ, যার অর্থ হলো — অপিনিহিতি অর্থাৎ বাক্য ইচ্ছে করে অসমাপ্ত রেখে দেওয়া।

0
Updated: 1 week ago