কোনটি কন্যার সমার্থক শব্দ নয়?
A
আত্মজা
B
স্বজা
C
সুতা
D
অংশু
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
'কানন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
ফুল
B
অরণ্য
C
বৃক্ষ
D
কন্যা
• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
'আভরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 6 days ago
A
পর্দা
B
অলংকার
C
পোশাক
D
ঢাকা
0
Updated: 6 days ago
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
তামসিক
B
বারুই
C
পান-ব্যবসায়ী
D
পর্ণকার
• ‘তাম্বূলিক’ শব্দের অর্থ পান ব্যবসায়ী।
• এর সমার্থক শব্দ হলো বারুই (যারা পান উৎপাদন ও বিক্রি করেন) এবং পর্ণকার (পান বিক্রেতা)।
• অন্যদিকে, ‘তামসিক’ শব্দের অর্থ ঘন অন্ধকারাচ্ছন্ন, যা ‘তাম্বূলিক’ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago