কোনটি হাতির ডাক?
A
হ্রেষা
B
বৃংহিত
C
কুঞ্চন
D
কুঞ্চন
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
'জিন্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
উর্দু
B
ফারসি
C
আরবি
D
হিন্দি
জিন্দা (বিশেষণ)
-
উৎপত্তি: ফারসি ভাষা
-
অর্থ:
-
জীবিত
-
জীবন্ত
-
ফারসি ভাষার আরও কিছু শব্দ:
-
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আকাশ
B
আগুন
C
বাতাস
D
সমুদ্র
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
'দর্শনীয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√দৃশ্ + অনীয়
B
√দর্শ + অনীয়
C
√দর্শন + নীয়
D
√দৃশ্ + নীয়
কৃৎ প্রত্যয় – ‘অনীয়’
-
সংজ্ঞা: ‘অনীয়’ প্রত্যয় যোগ করে বিশেষণ বা যোগ্য/কর্তব্য নির্দেশক শব্দ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
√কৃ + অনীয় → করণীয়
-
√দৃশ্ + অনীয় → দর্শনীয়
-
√শুচ + অনীয় → শোচনীয়
-
√স্মৃ + অনীয় → স্মরণীয়
-
√পাল + অনীয় → পালনীয়
-
√বৃ + অনীয় → বরণীয়
-
-
অন্যান্য উদাহরণ: মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago