শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
A
ভারতীয়
B
আরব
C
গ্রিক
D
চীন
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
‘লৌহ মানব’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী মারগারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
Created: 1 week ago
A
৮ মার্চ, ২০১৩
B
১৮ মার্চ, ২০১৩
C
১৮ এপ্রিল, ২০১৩
D
৮ এপ্রিল, ২০১৩
“লোহ মানব” উপাধিধারী প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মারা যান ৮ এপ্রিল, ২০১৩ –এ স্ট্রোক–এ আক্রান্ত হয়ে লন্ডনের রিটজ হোটেলে ।
0
Updated: 1 week ago
SMOG হচ্ছে-
Created: 1 week ago
A
সিগারেটের ধোঁয়া
B
কুয়াশা
C
কালধোঁয়া
D
দূষিত বাতাস
SMOG হলো ধোঁয়া Smoke) ও কুয়াশা (Fog)-এর সংমিশ্রণ, যা মূলত শিল্পকারখানার বর্জ্য, যানবাহনের কালো ধোঁয়া ও কুয়াশার কারণে তৈরি হয়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই, SMOG বলতে দূষিত বাতাসকেই বোঝানো হয়।
0
Updated: 1 week ago
সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?
Created: 1 week ago
A
৭ মিনিট
B
৮ মিনিট
C
৯ মিনিট
D
১০ মিনিট
সূর্য থেকে আলো ১,৪৯,৬০০,০০০ কিলোমিটার পথ প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার গতিতে অতিক্রম করে গড়ে ৮ মিনিট ২০ সেকেন্ডে পৃথিবীতে পৌঁছায়, তাই সবচেয়ে কাছের সঠিক অপশন হলো ৮ মিনিট।
0
Updated: 1 week ago