মৌলিক শব্দ কোনটি?
A
শ্রবণ
B
পরিষ্কার
C
পাঠক
D
কালো
উত্তরের বিবরণ
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন, কালো, গোলাপ, নাক, লাল, তিন।

0
Updated: 1 month ago
গঠন বিবেচনায় 'পাখি' কোন ধরনের শব্দ?
Created: 1 month ago
A
সাধিত শব্দ
B
রূঢ়ি শব্দ
C
মৌলিক শব্দ
D
যোগরূঢ় শব্দ
গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ-
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়।
মৌলিক শব্দ
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সগুলোকে সাধিত শব্দ বলে।
উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ।
অন্যদিকে,
- অর্থানুসারে শব্দ তিন প্রকার।
যথা:
(ক) যৌগিক শব্দ,
(খ) রূঢ়ি শব্দ এবং
(গ) যোগরূঢ় শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)

0
Updated: 1 month ago
মৌলিক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
আকাশ
B
শীতল
C
ঢাকাই
D
কান্না
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়ে থাকে। যেমন - আকাশ, হাত, ফুল, বই, মুখ, গোলাপ ইত্যাদি।

0
Updated: 1 week ago
মৌলিক শব্দ কোনটি?
Created: 3 months ago
A
গোলাপ
B
শীতল
C
নেয়ে
D
গৌরব
মৌলিক শব্দ
মৌলিক শব্দ হলো এমন শব্দ যেগুলো ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ, পুরো শব্দটাই নিজের অর্থ নিয়ে সম্পূর্ণ এবং স্বয়ংসিদ্ধ। এই ধরনের শব্দের কোনো ভগ্নাংশের আলাদা অর্থ থাকে না, তাই এগুলো অবিভাজ্য ও অর্থপূর্ণ।
মৌলিক শব্দের মূল বৈশিষ্ট্য হলো স্পষ্ট অর্থ থাকা এবং ভাঙা না যাওয়া।
উদাহরণ: মা, পা, ঘোড়া, উট, বউ, গোলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।
২. সাধিত শব্দ:
সাধিত শব্দ হলো এমন শব্দ যেগুলো ভাঙলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। সাধারণত উপসর্গ, প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ার মাধ্যমে সাধিত শব্দ গঠিত হয়। এছাড়া শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে (দ্বিত্ব) সাধিত শব্দও সৃষ্টি হয়।
উদাহরণ: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত, ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago