পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জন্মস্থান -
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
Created: 1 month ago
A
কাতার
B
শ্রীলঙ্কা
C
ভারত
D
মালদ্বীপ
The Climate Vulnerable Forum (CVF)
-
পূর্ণরূপ: জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম
-
সংজ্ঞা: উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব
-
উদ্দেশ্য: জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালের নভেম্বরে, মালদ্বীপের রাজধানী মালেতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে
-
প্রেক্ষাপট: কোপেনহেগেন শীর্ষ সম্মেলন (COP15) এর কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে CVF ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি প্রকাশ করেছে
0
Updated: 1 month ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 1 month ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।
0
Updated: 1 month ago
এমারেল্ড ট্রায়াঙ্গেল [Emerald Triangle] কোন দুই দেশের মধ্যে দ্বন্দপূর্ণ স্থান?
Created: 3 weeks ago
A
ভারত – পাকিস্তান
B
লাওস – ভিয়েতনাম
C
থাইল্যান্ড – কম্বোডিয়া
D
ইরান – ইরাক
Emerald Triangle অঞ্চলটি মূলত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে দ্বন্দ্বপূর্ণ এলাকা, যদিও এটি কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস—এই তিন দেশের সীমান্তে অবস্থিত। প্রকৃত দ্বন্দ্বটি মূলত সীমান্ত নিয়ন্ত্রণ ও ঐতিহাসিক দাবিকে কেন্দ্র করে।
এমারেল্ড ট্রায়াঙ্গল:
-
"এমারেল্ড ট্রায়াঙ্গল" হলো একটি বনভূমি ও পাহাড়ি অঞ্চল, যা কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে বিস্তৃত।
-
কম্বোডিয়ায় এটি "Mom Bei" এবং থাইল্যান্ডে "Chong Bok" নামে পরিচিত।
-
কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে।
-
এই অঞ্চলে রয়েছে মূল্যবান কাঠ, ভেষজ উদ্ভিদ, এবং সম্ভাব্য খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ।
-
এর ফলে, কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশই এই অঞ্চলের নিয়ন্ত্রণে বড় আগ্রহী।
উল্লেখযোগ্য দিক:
-
সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারো সংঘাত শুরু হয়েছে।
-
সংঘাতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
-
মালয়েশিয়ার মধ্যস্থতায়, দুই দেশ ২৮ জুলাই থেকে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
0
Updated: 3 weeks ago