Cul-de-sac ---
A
Selection
B
Dead end
C
Error
D
Bubble
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
'Pass away' means-
Created: 2 months ago
A
disappear
B
die
C
erase
D
fall
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
-
She passed away peacefully in her sleep.
(তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া
-
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা
-
Fall – পড়া; পতন হওয়া
সূত্র: Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
The verb 'succumb' means-
Created: 2 months ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
0
Updated: 2 months ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 5 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।
0
Updated: 5 months ago