উৎস: The Business Standard
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
A
নিউইয়র্কে
B
সিকাগোতে
C
টোকিওতে
D
লন্ডনে
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
Related MCQ
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।
0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
সুইডেন
C
যুক্তরাজ্য
D
উপরোক্ত সবগুলো
সরকারের শ্রেণিবিভাগ
-
আইন ও শাসনবিভাগের সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে:
১. সংসদীয় সরকার
২. রাষ্ট্রপতি শাসিত সরকার
সংসদীয় সরকার
-
যে সরকারে শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলা হয়।
-
শাসন ক্ষমতা থাকে মন্ত্রিসভার হাতে।
-
সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে।
-
দেশে উদাহরণ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া।
-
এ ধরনের সরকারের একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
-
মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী আইন পরিষদের নিকট দায়ী থাকে।
0
Updated: 1 month ago
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
কাবুল প্রদেশ
B
নানগারহার প্রদেশ
C
হেলমান্দ প্রদেশ
D
উরুজগান প্রদেশ
ChatGPT said:
0
Updated: 1 month ago