নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
A
কুর্দি
B
তাতার
C
রেড ইন্ডিয়ান
D
মাউরি
উত্তরের বিবরণ
মাউরি
নিউজিল্যান্ডের প্রাচীন ও মূল অধিবাসীদের মাউরি নামে অভিহিত করা হয়। এরা সেখানকার আদিবাসী জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত।
অন্যান্য জাতিগোষ্ঠী:
- 
কুর্দি: পশ্চিম এশিয়ার পার্বত্য অঞ্চল, বিশেষ করে কুর্দিস্তানে বসবাসকারী একটি ইরানি জাতিগোষ্ঠী। কুর্দিরা মূলত দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর ইরাক, উত্তর-পশ্চিম ইরান ও উত্তর সিরিয়ার কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 
- 
জুলু: আফ্রিকার দক্ষিণ অংশে বসবাসকারী অন্যতম বৃহৎ জাতিগোষ্ঠী হলো জুলু। এই উপজাতি দক্ষিণ আফ্রিকার সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- 
তাতার: তাতাররা একটি তুর্কিভাষী জাতিগোষ্ঠী, যারা ইউরোপ এবং এশিয়া জুড়ে বিভিন্ন অঞ্চলে বসবাস করে থাকে। ইতিহাস ও সংস্কৃতিতে এদের রয়েছে গভীর প্রভাব। 
- 
রেড ইন্ডিয়ান: উত্তর আমেরিকার আদি অধিবাসীদের সাধারণভাবে রেড ইন্ডিয়ান নামে চিহ্নিত করা হয়, যদিও এটি এখন অনেক ক্ষেত্রেই বর্ণনা করার আধুনিক ও গ্রহণযোগ্য উপায় নয়। মূলত এরা বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। 
- 
আফ্রিদি: আফ্রিদি হলো পাশতুন জাতিগোষ্ঠীর অন্তর্গত একটি উপগোষ্ঠী। এদের প্রধান আবাসস্থল পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হলেও কিছু আফ্রিদি আফগানিস্তানেও বসবাস করে। 
তথ্যসূত্র: Britannica
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 3 months ago
A
মার্কিন যুক্তরাষ্ট্র
B
নিউজিল্যান্ড
C
বাহামা
D
সুইজারল্যান্ড
নারীর ভোটাধিকার: এক ঐতিহাসিক অগ্রযাত্রা
বিশ্বে সর্বপ্রথম নারীদের ভোটাধিকার প্রদানের ক্ষেত্রে পথিকৃত ভূমিকা পালন করে নিউজিল্যান্ড। ১৮৯৩ সালে দেশটির নারীরা আইনগতভাবে ভোট প্রয়োগের অধিকার অর্জন করেন, যা ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এরপর একে একে আরও কয়েকটি দেশ নারী ভোটাধিকারের ক্ষেত্রে অগ্রসর হয়:
- 
১৯০২ সালে অস্ট্রেলিয়ার নারীরা ভোটাধিকার লাভ করেন। 
- 
১৯০৬ সালে ফিনল্যান্ড এই অধিকার প্রদান করে তাদের নারীদের। 
- 
১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার পান। 
- 
১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা এই অধিকার লাভ করেন। 
- 
আর ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের নারীরাও ভোটাধিকার অর্জন করেন। 
মুসলিম দেশগুলোর ক্ষেত্রে:
- 
১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করেন, যা মুসলিম বিশ্বে এক ঐতিহাসিক ঘটনা। 
- 
১৯৩০ সালে তুরস্কের নারীরা এবং ১৯৪৯ সালে সিরিয়ার নারীরা (আরব বিশ্বের মধ্যে প্রথম) ভোটাধিকার লাভ করেন। 
দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে:
- 
পাকিস্তানের নারীরা ১৯৪৭ সালে, 
- 
ভারতের নারীরা ১৯৫০ সালে এবং 
- 
বাংলাদেশের নারীরা ১৯৭২ সালে ভোটাধিকার লাভ করেন। 
তথ্যসূত্র: নিউজিল্যান্ডের Ministry for Women-এর ওয়েবসাইট।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
Created: 3 months ago
A
কুর্দি
B
তাতার
C
রেড ইন্ডিয়ান
D
মাউরি
মাউরি
নিউজিল্যান্ডের প্রাচীন ও মূল অধিবাসীদের মাউরি নামে অভিহিত করা হয়। এরা সেখানকার আদিবাসী জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত।
অন্যান্য জাতিগোষ্ঠী:
- 
কুর্দি: পশ্চিম এশিয়ার পার্বত্য অঞ্চল, বিশেষ করে কুর্দিস্তানে বসবাসকারী একটি ইরানি জাতিগোষ্ঠী। কুর্দিরা মূলত দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর ইরাক, উত্তর-পশ্চিম ইরান ও উত্তর সিরিয়ার কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 
- 
জুলু: আফ্রিকার দক্ষিণ অংশে বসবাসকারী অন্যতম বৃহৎ জাতিগোষ্ঠী হলো জুলু। এই উপজাতি দক্ষিণ আফ্রিকার সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- 
তাতার: তাতাররা একটি তুর্কিভাষী জাতিগোষ্ঠী, যারা ইউরোপ এবং এশিয়া জুড়ে বিভিন্ন অঞ্চলে বসবাস করে থাকে। ইতিহাস ও সংস্কৃতিতে এদের রয়েছে গভীর প্রভাব। 
- 
রেড ইন্ডিয়ান: উত্তর আমেরিকার আদি অধিবাসীদের সাধারণভাবে রেড ইন্ডিয়ান নামে চিহ্নিত করা হয়, যদিও এটি এখন অনেক ক্ষেত্রেই বর্ণনা করার আধুনিক ও গ্রহণযোগ্য উপায় নয়। মূলত এরা বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। 
- 
আফ্রিদি: আফ্রিদি হলো পাশতুন জাতিগোষ্ঠীর অন্তর্গত একটি উপগোষ্ঠী। এদের প্রধান আবাসস্থল পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হলেও কিছু আফ্রিদি আফগানিস্তানেও বসবাস করে। 
তথ্যসূত্র: Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে?
Created: 6 days ago
A
যুক্তরাষ্ট্র
B
নিউজিল্যান্ড
C
বাহামা
D
সুইজারল্যান্ড
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 days ago