বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
যুগোস্লাভিয়া
উত্তরের বিবরণ
বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা রাজ্যের পশ্চিম দিকে অবস্থিত। এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার বা ৯৩ মাইল দূরে অবস্থিত। জন সংখ্যার হিসাবে এটি দেশের তৃতীয় বৃহত্তম শহর।
0
Updated: 6 days ago
বান্দা আচেহ কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
ফিলিপাইন
B
ইন্দোনেশিয়া
C
কম্বোডিয়া
D
লাওস
বান্দা আচেহ (Banda Aceh)
-
বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী।
-
এটি আচেহ নদীর তীরে এবং সুমাত্রা দ্বীপে অবস্থিত।
-
ঐতিহাসিকভাবে বান্দা আচেহকে ‘মক্কার প্রবেশপথ’ (“doorway to Mecca”) বলা হয়।
-
এখান থেকে জাহাজে মুসলিমরা সহজে পবিত্র মক্কায় যাতায়াত করতে পারতেন।
-
-
বিখ্যাত পর্যটকরা এখানে ভ্রমণ করেছেন:
-
মার্কো পোলো (১৩৪৫)
-
ইবনে বতুতা (১৩৪৬)
-
-
ইন্দোনেশিয়ার মুসলিম অধ্যুষিত দেশে আচেহ একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।
0
Updated: 2 months ago