‘জয়গুন’ - কোন উপন্যাসের চরিত্র?
A
জননী
B
সূর্যদীঘল বাড়ী
C
সারেং বৌ
D
হাজার বছর ধরে
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
"রাজর্ষি" উপন্যাসের মূল বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
প্রেমকাহিনী
B
সামাজিক সংস্কার
C
রাজনীতি
D
ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সংস্কার
'রাজর্ষি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৮৮৭
-
বিষয়বস্তু: ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস অবলম্বনে রচিত ঐতিহাসিক উপন্যাস।
-
মূল ভাব: মানবতার পক্ষে এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে।
-
১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটক রচিত হয়।
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোবিন্দমাণিক্য
-
পুরোহিত রঘুপতি
-
হাসি ও তাতা
-
জয়সিংহ
-
নক্ষত্ররায়
উৎস: রাজর্ষি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর।
0
Updated: 1 month ago
কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
Created: 2 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
লিওনার্দো দ্যা ভিঞ্চি
C
মাইকেল অ্যাঞ্জেলা
D
পিকাসো
পূর্ণ নাম: মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুয়োনারোত্তি সিমোনি।
জন্ম: ৬ মার্চ ১৪৭৫, ক্যাপ্রেসে, ফ্লোরেন্স প্রজাতন্ত্র (বর্তমান তাসকানি, ইতালি)।
মৃত্যু: ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪, রোম, পাপাল স্টেটস।
তথ্যসমূহ:
-
পেশা: ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি — তিনি ছিলেন ইতালীয় রেনেসাঁর অন্যতম প্রধান শিল্পী।
-
খ্যাতি: পাশ্চাত্য শিল্পের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিভাদের একজন হিসেবে স্বীকৃত। তার শিল্পকর্মে মানবদেহের গঠন, আবেগ ও ধর্মীয় ভাব এক অনন্য সমন্বয় পেয়েছে।
-
শৈশব ও শিক্ষা: ফ্লোরেন্সে বেড়ে ওঠেন; লোরেনজো দে’ মেডিচি-এর পৃষ্ঠপোষকতায় শিল্পকলার প্রাথমিক শিক্ষা ও অনুশীলনের সুযোগ পান।
-
প্রধান ভাস্কর্য:
-
পিয়েতা (১৪৯৮–৯৯) — যেখানে ভার্জিন মেরি মৃত যিশুকে কোলে ধারণ করছেন।
-
ডেভিড (১৫০১–০৪) — মানব সৌন্দর্য ও শক্তির এক অনুপম প্রতীক।
-
মোসেস (প্রায় ১৫১৩–১৫) — ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অসাধারণ নিদর্শন।
-
-
প্রধান চিত্রকর্ম:
-
সিস্টিন চ্যাপেলের ছাদচিত্র (১৫০৮–১২) — বাইবেলভিত্তিক কাহিনির চিত্রায়ণ, বিশেষত “The Creation of Adam” বিশ্বখ্যাত।
-
দ্য লাস্ট জাজমেন্ট (১৫৩৬–৪১) — মানবজাতির চূড়ান্ত বিচার ও মুক্তির প্রতীকী উপস্থাপন।
-
-
স্থাপত্য অবদান: রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকা-র গম্বুজের নকশা প্রণয়ন করেন (প্রায় ১৫৪৬ থেকে), যা আজও রেনেসাঁ স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
-
কাব্য রচনা: শতাধিক সনেট ও মাদ্রিগাল রচনা করেছেন, যেখানে তার আধ্যাত্মিক অনুধাবন, ব্যক্তিগত আবেগ ও মানবজীবনের গভীরতা প্রতিফলিত হয়েছে।
0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
Created: 1 month ago
A
আমজাদ হোসেন
B
হুমায়ূন আহমেদ
C
শওকত ওসমান
D
সৈয়দ শামসুল হক
‘আগুনের পরশমণি’ উপন্যাস
-
লেখক: হুমায়ূন আহমেদ
-
বিষয়: মুক্তিযুদ্ধ
-
প্রকাশকাল: ১৯৮৬
-
কাহিনী সংক্ষিপ্ত: উপন্যাসটি ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের পরিস্থিতি তুলে ধরে। গল্পের শুরু হয় যখন একজন অজানা গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে ভদ্রলোক মতিন সাহেব আশ্রয় দেন।
-
বিশেষত্ব: মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ ও শহরের পরিস্থিতি চিত্রিত করা হয়েছে।
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে (মাতামহের বাড়ি)
-
পৈত্রিক স্থান: কুতুবপুর, কেন্দুয়া, নেত্রকোনা
-
পরিবার: পিতা – ফয়জুর রহমান আহমেদ, মা – আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ)
-
মৃত্যু: ২০১২
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য উপন্যাস
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago