কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
A
গ্লিসারিন
B
ফিটকিরি
C
সোডিয়াম ক্লোরাইড
D
ক্যালসিয়াম কার্বনেট
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব কোন এককে মাপা হয়?
Created: 3 weeks ago
A
কিলোমিটার
B
আলোক বর্ষ
C
মাইল
D
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট
নক্ষত্র ও দূরত্বের একক সম্পর্কিত তথ্য অনুযায়ী, কোনো নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব অত্যন্ত বিশাল হওয়ায় এটি আলোক বর্ষ (Light Year) এককে মাপা হয়। অন্যদিকে, সূর্য এবং পৃথিবীর গড় দূরত্ব মাপার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) ব্যবহার করা হয়।
নক্ষত্র (Stars):
-
যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো থাকে, তাদের নক্ষত্র বলা হয়।
-
মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে; খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পারি। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরও অনেক নক্ষত্র দেখা যায়।
-
নক্ষত্র হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, যা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে গঠিত। এরা প্রায় ৬০০০° সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে।
-
সূর্যের প্রখর আলোর কারণে দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না।
-
পৃথিবী থেকে দেখা গেলে নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে।
দূরত্ব মাপের প্রাসঙ্গিক তথ্য:
-
পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বড় যে কিলোমিটার দ্বারা প্রকাশ করা যায় না। তাই এটি আলোক বর্ষে মাপা হয়।
-
আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোক বর্ষ বলা হয়।
-
সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র; সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে।
-
সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারি (Proxima Centauri) এবং পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ।
0
Updated: 3 weeks ago
মৌলিক রাশির একক কোনটি?
Created: 1 month ago
A
কেলভিন
B
কিলোগ্রাম
C
ক্যান্ডেলা
D
সবগুলোই
মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। বরং অন্যান্য সকল রাশি এদের উপর নির্ভরশীল।
-
মৌলিক রাশি মোট সাতটি।
-
এগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
মৌলিক একক হলো মৌলিক রাশিগুলোর একক। এগুলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) নির্ধারিত।
-
দৈর্ঘ্যের একক → মিটার (m)
-
ভরের একক → কিলোগ্রাম (kg)
-
সময়ের একক → সেকেন্ড (s)
-
তাপমাত্রার একক → কেলভিন (K)
-
তড়িৎ প্রবাহের একক → অ্যাম্পিয়ার (A)
-
দীপন তীব্রতার একক → ক্যান্ডেলা (cd)
-
পদার্থের পরিমাণের একক → মোল (mol)
উৎস:
0
Updated: 1 month ago
কোন তত্ত্বটি আলোক তড়িৎ ক্রিয়া (photoelectric effect) ব্যাখ্যা করে?
Created: 1 month ago
A
তরঙ্গ তত্ত্ব
B
তাড়িতচৌম্বক তত্ত্ব
C
কোয়ান্টাম তত্ত্ব
D
কণা তত্ত্ব
কোয়ান্টাম তত্ত্ব ও আলোর তত্ত্বসমূহ
কোয়ান্টাম তত্ত্ব:
-
১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রস্তাব করেন।
-
এই তত্ত্ব অনুযায়ী শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি গুচ্ছ বা প্যাকেট (Quantum/Photon) আকারে বের হয়।
-
প্রতিটি কম্পাঙ্কের আলোর জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্বনিম্ন মান থাকে।
-
প্লাঙ্কের মতে, কৃষ্ণ বস্তুর বিকিরণ গুচ্ছগুচ্ছ প্যাকেট আকারে সংঘটিত হয়।
-
কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে ১৯০৫ সালে আইনস্টাইন আলোর তড়িৎক্রিয়ার রহস্য ব্যাখ্যা করেন এবং আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়।
তাড়িতচৌম্বক তত্ত্ব (Electromagnetic Theory):
-
গতিশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দ্রুত পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে শক্তির বিকিরণ ঘটে।
-
এর দৃশ্য তরঙ্গ হলো আলো, যা কোনও মাধ্যম ছাড়াই চারিদিকে ছড়িয়ে পড়ে।
-
তবে এই তত্ত্ব ফটোতড়িৎ প্রতিক্রিয়া ও কৃষ্ণ বস্তুর বিকিরণের ব্যাখ্যা দিতে ব্যর্থ।
কণা তত্ত্ব (Particle Theory):
-
আলোকে কণা (Particle) দ্বারা গঠিত ধরা হয়, যা উৎস থেকে সব দিকে নিঃসৃত হয়ে সরলরেখায় চলে।
-
তবে এই তত্ত্ব আলোর বিচ্ছুরণ, অপবর্তন ও ব্যতিচার ব্যাখ্যা করতে পারে না।
তরঙ্গ তত্ত্ব (Wave Theory):
-
আলোকে তরঙ্গাকারে ধরা হয়, যা ইথার নামের কাল্পনিক মাধ্যমের মাধ্যমে সব দিকে নির্গত হয়।
-
আলোর বর্ণের বিভিন্নতা তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যের কারণে।
-
তরঙ্গ তত্ত্ব আলোর অনেক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে, তবে মাইকেলসন-মর্লির পরীক্ষা ইথারের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত।
উৎস:
0
Updated: 1 month ago