‘The people who carry a coffin at a funeral are called -
A
Undertakers
B
Supporters
C
Pallbearers
D
Mourners
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
What does the idiom "jump on the bandwagon" mean?
Created: 3 weeks ago
A
Start something too soon
B
Join a popular trend or activity
C
Keep something secret
D
Reveal a secret accidentally
The correct meaning of “Jump on the bandwagon” is “Join a popular trend or activity.”
Jump on the bandwagon বলতে বোঝায় কোনো জনপ্রিয় কার্যক্রম, আন্দোলন বা প্রবণতার সঙ্গে যুক্ত হওয়া বা সমর্থন করা, বিশেষ করে তখন যখন সেটি জনপ্রিয়তা অর্জন করেছে। সাধারণত মানুষ যখন দেখে যে কোনো কিছু খুব জনপ্রিয় বা সফল হচ্ছে, তখন তারাও সেটির অংশ হতে চায় — এই মনোভাবই এই idiom দ্বারা প্রকাশ পায়।
Bangla Meaning: জনপ্রিয়তার সাথে যুক্ত হওয়া।
English Meaning: to join an activity or cause that has become fashionable or successful so as not to be left behind.
Example:
-
So many people are trying to quit smoking that I might as well jump on the bandwagon and quit as well.
(অনেক মানুষ ধূমপান ছাড়ছে, তাই আমিও জনপ্রিয় প্রবণতার সঙ্গে যুক্ত হয়ে ধূমপান ছেড়ে দিতে পারি।)
Other options বিশ্লেষণ:
-
(ক) Start something too soon: খুব তাড়াতাড়ি কিছু শুরু করা — অর্থটি idiom-এর সঙ্গে সম্পর্কিত নয়।
-
(গ) Keep something secret: কিছু গোপন রাখা — ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
(ঘ) Reveal a secret accidentally: ঘটনাক্রমে কোনো গোপন তথ্য ফাঁস করা — অর্থের দিক থেকে সম্পূর্ণ আলাদা।
0
Updated: 3 weeks ago
One good turn deserves another means:
Created: 1 month ago
A
বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে।
B
সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য।
C
শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও।
D
ঈশ্বর না করুন।
One good turn deserves another
-
Bangla Meaning: সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য
Other options:
-
Give him an inch and he'll take an ell
-
Bangla Meaning: বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে
-
-
Give the devil his due
-
Bangla Meaning: শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও
-
-
God forbid
-
Bangla Meaning: ঈশ্বর না করুন
-
0
Updated: 1 month ago
The phrase "nouveau riche" means -
Created: 2 months ago
A
Riche rich
B
Well off
C
New high class
D
New rich
• "Nouveau riche" শব্দটির অর্থ: নতুন ধনী।
• Nouveau riche বলতে এমন মানুষদের বোঝায়, যারা আগে গরিব বা মধ্যবিত্ত ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক ধনী হয়ে গেছে এবং তা সবাইকে দেখানোর চেষ্টা করে—যেমন দামি জিনিস কেনা, বড় অনুষ্ঠান করা ইত্যাদি।
বাংলা অর্থ: নব্য ধনী (যারা হঠাৎ ধনী হয়েছে এবং তা জাহির করে)।
Example: The nouveau riche family moved into the affluent neighborhood, quickly making their presence known with luxury cars and opulent parties.
0
Updated: 2 months ago