পারস্পরিক আবেশকে ব্যবহার করে কোনটিতে?
A
ডায়োড
B
ট্রান্সফরমার
C
ট্রানজিস্টর
D
অ্যামপ্লিফায়ার
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
ফোটন কণা কোন ধরনের বল বহন করে?
Created: 1 month ago
A
তড়িৎ বল
B
চৌম্বক বল
C
তড়িৎচৌম্বক বল
D
মাধ্যাকর্ষণ বল
ফোটন (Photon)
-
সংজ্ঞা ও প্রকৃতি:
-
ফোটন হলো তাড়িতচৌম্বক তরঙ্গের কণা (Quantum of Electromagnetic Radiation)।
-
ফোটনের নিশ্চল ভর শূন্য (0)।
-
প্রতিটি ফোটন কণার শক্তি তার কম্পাংকের উপর নির্ভরশীল।
-
প্রতিটি ফোটন তড়িৎ নিরপেক্ষ।
-
-
কোয়ান্টাম তত্ত্বের প্রাসঙ্গিকতা:
-
তাড়িতচৌম্বক বিকিরণ শুধু তরঙ্গ নয়, বরং কণার স্রোত হিসেবে আচরণ করে।
-
নিউটনীয় বলবিদ্যায় ফোটনের ভর ব্যাখ্যা করা যায় না।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
Created: 1 week ago
A
শব্দ শক্তি
B
তরঙ্গ তড়িৎ
C
আলোক শক্তি
D
তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ
0
Updated: 1 week ago
তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে কোনটি?
Created: 1 month ago
A
ট্রান্সফরমার
B
অ্যামপ্লিফায়ার
C
অ্যামপ্লিফায়ার
D
ডায়োড
তাড়িতচৌম্বক আবেশ (Electromagnetic Induction)
সংজ্ঞা: একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে কুণ্ডলীর ভেতরে ভোল্টেজ ও বিদ্যুৎ সৃষ্টি হওয়াকে তাড়িতচৌম্বক আবেশ বলে।
ট্রান্সফরমার (Transformer)
সংজ্ঞা: যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলা হয়।
প্রকার:
১. স্টেপ আপ ট্রান্সফরমার – বিভব বাড়ায়।
২. স্টেপ ডাউন ট্রান্সফরমার – বিভব কমায়।
মূল বৈশিষ্ট্য:
এটি তড়িৎ যন্ত্র।
পরিবর্তনশীল প্রবাহে কাজ করে।
তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
মূলত এতে দুটি কুণ্ডলী থাকে – মূল কুণ্ডলী ও গৌণ কুণ্ডলী।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago