‘হপ্ত পয়কার’ কার রচনা?
A
সৈয়দ আলাওল
B
দীনবন্ধু মিত্র
C
জৈনুদ্দীন
D
অমিয় দেব
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
আলাওল কোন শতকের কবি?
Created: 1 month ago
A
১৫ শতক
B
১৬ শতক
C
১৭ শতক
D
১৮ শতক
আলাওল সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য নিচে দেওয়া হলো।
-
পরিচয়:
• আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি।
• ১৭শতক/মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি।
• জন্ম: আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দ, ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে।
• প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য: ‘পদ্মাবতী’, যা মাগন ঠাকুরের উৎসাহে রচিত।
• ‘পদ্মাবতী’ কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচনা করেন।
• আরাকান রাজসভার রাজদেহরক্ষী অশ্বারোহী হিসাবেও নিযুক্ত ছিলেন। -
রচিত গ্রন্থসমূহ:
• সিকান্দার নামা
• তোহ্ফা
• সপ্তপয়কর
• সয়ফুলমুলুক বদিউজ্জামাল
• রাগতালনামা
0
Updated: 1 month ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 2 months ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি
0
Updated: 2 months ago
কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
Created: 1 month ago
A
পদ্মাবতী
B
হপ্তপয়কর
C
সিকান্দরনামা
D
তোহ্ফা
সঠিক উত্তর হলো ক) পদ্মাবতী। আলাওল, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি, তাঁর ‘পদ্মাবতী’ কাব্যে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও ঘটনাবলি উল্লেখ করেছেন।
কাব্যের প্রথম অংশে তিনি তাঁর জীবনের দুঃখ, আরাকানে আগমন, হার্মাদের (পর্তুগিজ জলদস্যুদের) সঙ্গে যুদ্ধ এবং রোসাঙ্গে রাজ-আসোয়ার হিসেবে জীবনযাপনের বিবরণ দিয়েছেন।
এই অংশটি তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটায় এবং প্রস্তাবনা ও অন্যান্য অংশে এমন উল্লেখ আরো স্পষ্টভাবে প্রকাশ পায়, যা অন্যান্য কাব্যের তুলনায় স্বতন্ত্র।
• আলাওল ‘পদ্মাবতী’ কাব্যে আত্মকথায় লিখেছেন বিভিন্ন ঘটনাবলি যেমন:
-
মুলুক ফতেয়াবাদ গৌড়েতে প্রধান এবং জালালপুর পুণ্য স্থান।
-
হার্মাদের নৌকার সঙ্গে দেখা এবং বহু যুদ্ধ, যুদ্ধে শহীদ হওয়া।
-
রোসাঙ্গে আসা ও রাজ-আসোয়ার হিসেবে জীবনযাপন।
-
রোসাঙ্গে মুসলমানদের সাথে বৈষয়িক, সদাচারী, কুলীন, পণ্ডিত ও গুণবন্তদের সহাবস্থান।
• ‘পদ্মাবতী’ কাব্য
-
এটি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য।
-
কাব্যটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জয়সীর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
-
১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে রচিত।
-
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত:
• প্রথম পর্বে চিতোররাজ রত্নসেনের পদ্মাবতী লাভের সফল অভিযান।
• দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির পদ্মাবতী লাভের ব্যর্থ সামরিক অভিযান।
• সাহিত্যিক পরিচিতি:
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
‘পদ্মাবতী’ তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
-
এটি মালিক মুহাম্মদ জয়সীর ‘পদুমাবত’ কাব্যের অনুবাদ।
• আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
• অন্যান্য তথ্য:
-
আধুনিক যুগের লেখক মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে ‘পদ্মাবতী’ নাটক রচনা করেন।
-
এটি পৌরাণিক নাটক, গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।
• অন্যান্য অপশন সম্পর্কিত তথ্য:
-
(খ) হপ্তপয়কর: সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি রচিত, আরাকান রাজসভায় রচনা, পারসি ও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ।
-
(গ) সিকান্দরনামা: ১৬৭৩ সালে প্রকাশিত, নিজামির গ্রন্থের সরল অনুবাদ।
-
(ঘ) তোহফা: ধর্মীয় ও নৈতিক কাব্য, আলাওলের পঞ্চম রচনা, ফারসি গ্রন্থ ‘তোহফাতুন নেসায়েহ্’ এর অনুবাদ।
0
Updated: 1 month ago