প্রসুন-এর প্রতিশব্দ হলো –
A
ভ্রমর
B
পত্র
C
ফল
D
পুষ্প
উত্তরের বিবরণ
"প্রসুন" শব্দের অর্থ হলো ফুল বা পুষ্প।
এটি সাধারণত গাছের সুশোভিত, সুবাসিত অংশকে বোঝায়, যেখান থেকে ফল উৎপন্ন হয়।
অন্যান্য বিকল্পগুলোর অর্থঃ
-
ভ্রমর = মৌমাছি
-
পত্র = পাতা
-
ফল = গাছে ফল ধরলে যেটা হয়
সুতরাং, 'প্রসুন' শব্দের প্রতিশব্দ 'পুষ্প'ই সঠিক।

0
Updated: 1 month ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 3 days ago
A
কুঞ্জর
B
মৃগেন্দ্র
C
লোচন
D
ভুজঙ্গ
‘সিংহ’ এর প্রতিশব্দ হলো মৃগেন্দ্র।
‘সিংহ’ এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।
অন্যদিকে:
-
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ
-
ভুজঙ্গ = ‘সাপ’ এর প্রতিশব্দ
-
লোচন = ‘চোখ’ এর প্রতিশব্দ

0
Updated: 3 days ago
৩৩) 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
পানি’ শব্দের সমার্থক শব্দ
-
জল
-
নীর
-
উদক
-
সলিল
-
পানি
-
অপ
-
প্রানদ
-
তোয়
-
জীবন
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 4 weeks ago
"সমুদ্র” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
পাথার
B
তরঙ্গিনী
C
তটিনী
D
হিল্লোল
তরঙ্গীনি, তটিনী - নদী হিল্লল - ঢেউ/তরঙ্গ পাথার - সমুদ্র

0
Updated: 1 week ago