বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
A
১০টি
B
১৫টি
C
২০টি
D
২৫টি
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
'তুলা > তুলো' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
পরাগত স্বরসঙ্গতি
B
প্রগত স্বরসঙ্গতি
C
অন্যোন্য স্বরসঙ্গতি
D
মধ্যগত স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি
সংজ্ঞা:
-
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলা হয়।
-
উদাহরণ: দেশি → দিশি, বিলাতি → বিলিতি, মুলা → মুলো।
প্রকারভেদ:
-
প্রগত স্বরসঙ্গতি:
-
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: মুলা → মুলো, শিকা → শিকে, তুলা → তুলো।
-
-
পরাগত স্বরসঙ্গতি:
-
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: আখো → আখুয়া → এখো, দেশি → দিশি।
-
-
মধ্যগত স্বরসঙ্গতি:
-
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: বিলাতি → বিলিতি, জিলাপি → জিলিপি।
-
-
অন্যোন্য স্বরসঙ্গতি:
-
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে।
-
উদাহরণ: মোজা → মুজো।
-
চলিত বাংলায় স্বরসঙ্গতি:
-
গিলা → গেলা, মিলামিশা → মেলামেশা, মিঠা → মিঠে, ইচ্ছা → ইচ্ছে।
-
বিশেষ ক্ষেত্রে:
-
পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়: মুড়া → মুড়ো, চুলা → চুলো।
-
বিশেষ নিয়মে: উড়ুনি → উড়নি, এখনি → এখুনি।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়?
Created: 3 weeks ago
A
ও এবং ই
B
এ এবং ই
C
অ এবং ই
D
উ এবং ই
দ্বিস্বরধ্বনি হলো সেই ধ্বনি যা পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে গঠিত হয়।
উদাহরণ:
-
লাউ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলেই [আউ্] দ্বিস্বরধ্বনি তৈরি হয়েছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে:
-
ঐ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই]
-
ঔ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]
0
Updated: 3 weeks ago
উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
Created: 2 months ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
যেসব ধ্বনি উচ্চারণ করতে হলে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার (দন্তমূলের) সঙ্গে লাগে, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলে।
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)
0
Updated: 2 months ago