‘বর্ণ-পরিচয়’ গ্রন্থের লেখক কে?
A
সীতানাথ বসাক
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
যোগীন্দ্রনাথ সরকার
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
সম্প্রতি, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলন- ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
টোকিও, জাপান
B
সাংহাই, চীন
C
সিউল, দক্ষিণ কোরিয়া
D
বেইজিং, চীন
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন-২০২৫
-
তারিখ ও স্থান: ২৬–২৮ জুলাই, ২০২৫, সাংহাই, চীন
-
মূল প্রতিপাদ্য: “Global Solidarity in the AI Era” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য)
-
উল্লেখযোগ্য তথ্য:
-
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৮০০+
-
প্রদর্শিত AI উদ্ভাবন: ৩,০০০+
-
বড় ভাষার মডেল (LLM): ৪০+
-
স্মার্ট ডিভাইস: ৫০+
-
বুদ্ধিমান রোবট: ৬০+
-
বিশেষ অতিথি: ১২০+ জন, যার মধ্যে ১২ জন টুরিং ও নোবেল পুরষ্কারপ্রাপ্ত, এছাড়া ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
-
গুরুত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন।
0
Updated: 2 months ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন গ্রন্থটি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ?
Created: 1 month ago
A
খেয়া
B
বিশ্বপরিচয়
C
পরিশেষ
D
ঘরে বাইরে
‘বিশ্বপরিচয়’ প্রবন্ধ
-
‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞানবিষয়ক গ্রন্থ।
-
গ্রন্থটি রবীন্দ্রনাথের ভাষারীতি ও বিজ্ঞানচিন্তার এক মূল্যবান নিদর্শন।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে।
-
রবীন্দ্রনাথ এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে।
রবীন্দ্রনাথের অন্যান্য গ্রন্থের উৎসর্গপত্র
-
‘খেয়া’ কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়েছিল জগদীশ বসুকে।
-
‘পরিশেষ’ কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন অতুলপ্রসাদ সেনকে।
-
‘ঘরে বাইরে’ উপন্যাস উৎসর্গ করেছিলেন প্রমথ চৌধুরীকে।
উৎস: ‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago