আল-মাহমুদের কাব্য কোনটি?
A
বন্দী শিবির থেকে
B
তাবক দেওয়া পান
C
সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
D
কালের কলস
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
কৃত্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৮০২-০৩ সালে
B
১৮০৪-০৬ সালে
C
১৮০৭-০৮ সালে
D
১৮১০-১৩ সালে
রামায়ণ হলো সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য, যার রচয়িতা বাল্মীকি।
কৃত্তিবাসী রামায়ণ:
-
কৃত্তিবাস ওঝা ছিলেন সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি এবং শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে স্বীকৃত।
-
তাঁর রচিত রামায়ণের অন্যনাম শ্রীরাম পাঞ্চালী।
-
বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে, কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
-
এটি প্রথমবার ১৮০২–০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
0
Updated: 1 month ago
‘শেষ বড় কবি’ বলা হয় কাকে?
Created: 1 month ago
A
কোরেশী মাগনঠাকুর
B
ভারতচন্দ্র রায়গুণাকর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
শাহ মুহম্মদ সগীর
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তিনি মধ্যযুগের ‘শেষ বড় কবি’ হিসেবে পরিচিত এবং তাঁকে নাগরিক কবিও বলা হয়। ভারতচন্দ্র বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্ঠ রচনা হলো ‘অন্নদামঙ্গল’, যা তিনি ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয় অংশ ‘বিদ্যাসুন্দর’ নামে পরিচিত।
-
‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ
-
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য: অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ
-
অন্য উল্লেখযোগ্য গ্রন্থ: সত্যনারায়ণের পাঁচালী
0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত ছন্দ
B
মাত্রাবৃত্ত ছন্দ
C
অক্ষরবৃত্ত ছন্দ
D
গৈরিশ ছন্দ
মাইকেল মধুসূদন দত্ত:
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরের সাগরদাঁড়ি গ্রামে।
-
একজন মহাকবি ও নাট্যকার।
-
বাংলায় সনেট প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
অক্ষরবৃত্ত ছন্দ:
-
বাংলা কাব্যের প্রধান ছন্দ, যার উচ্চারণ স্বাভাবিক ও গদ্যভঙ্গির অনুসারী।
-
এটি তানপ্রধান ছন্দ, শ্বাসাঘাত নয়।
-
তান হলো স্বরধ্বনি বা সাধারণ উচ্চারণের অতিরিক্ত টান, যা দীর্ঘ পর্বের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত ৮/৬ বা ৮/১০ মাত্রার সর্বাধিক দীর্ঘ পর্বে রচিত হয়।
-
উনিশ শতকে মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে এ ছন্দের সুরমুক্তি ঘটান।
-
অর্থাৎ, অমিত্রাক্ষর ছন্দ হলো বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।
-
-
এ ছন্দ বাংলা সাহিত্যের চিরায়ত কাব্যসমূহকে শ্রেষ্ঠ ছন্দে রূপায়ণ করেছে।
-
মহাপয়ার: পয়ার ছন্দের একটি বিবর্ধিত রূপ, যেখানে পয়ারের ৬ মাত্রার অন্ত্যপর্বের পরিবর্তে ১০ মাত্রা হয়।
সুতরাং, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কাব্যরীতি ও ছন্দের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংস্কারক।
0
Updated: 1 month ago